← রাজ্য বিভাগে ফিরে যান
মথুরাপুরে CPI(M) প্রতীকে লড়বেন শরৎ হালদার, জেনে নিন বাংলার বাম প্রার্থী কারা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার ষষ্ঠ দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট, আসন্ন লোকসভা নির্বাচনে মথুরাপুর কেন্দ্রে লড়বেন সিপিআইএমের শরৎ চন্দ্র হালদার। ছ’দফায় বাংলার মোট ২৯ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। ২৯ আসনের মধ্যে বড় সিপিআইএম লড়ছে ২৩ আসনে। ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআই ২টি করে আসনে লড়াই করছে।
এক নজরে বামফ্রন্টের প্রার্থীতালিকা
- ১। কলকাতা দক্ষিণ-সায়রা শাহ হালিম, সিপিআই(এম)
- ২। যাদবপুর –সৃজন ভট্টাচার্য, সিপিআই(এম)
- ৩। কোচবিহার- নীতিশ চন্দ্র রায়, ফরওয়ার্ড ব্লক
- ৪। জলপাইগুড়ি –দেবরাজ বর্মন, সিপিআই(এম)
- ৫। বালুরঘাট-জয়দেব সিদ্ধান্ত, আরএসপি
- ৬। কৃষ্ণনগর- এসএম সাদি, সিপিআই(এম)
- ৭। দমদম- সুজন চক্রবর্তী, সিপিআই(এম)
- ৮। হাওড়া- সব্যসাচী চট্টোপাধ্যায়, সিপিআই(এম)
- ৯। শ্রীরামপুর-দীপ্সিতা ধর, সিপিআই(এম)
- ১০। হুগলি– মনোদীপ ঘোষ, সিপিআই(এম)
- ১১। তমলুক- সায়ন বন্দ্যোপাধ্যায়, সিপিআই(এম)
- ১২। মেদিনীপুর –বিপ্লব ভট্ট, সিপিআই
- ১৩। বাঁকুড়া- নীলাঞ্জন দাশগুপ্ত, সিপিআই(এম)
- ১৪। বিষ্ণুপুর- শীতল কৈবর্ত্য, সিপিআই(এম)
- ১৫। বর্ধমান পূর্ব –নীরব খান, সিপিআই(এম)
- ১৬। আসানসোল- জাহানারা খান, সিপিআই(এম)
- ১৭। আলিপুরদুয়ার- মিলি ওঁরাও, আরএসপি
- ১৮। মুর্শিদাবাদ- মহম্মদ সেলিম, সিপিআই(এম)
- ১৯। রানাঘাট- অলকেশ দাস, সিপিআই (এম)
- ২০। বর্ধমান-দুর্গাপুর- সুকৃতি ঘোষাল, সিপিআই(এম)
- ২১। বোলপুর – শ্যামলী প্রধান, সিপিআই(এম)
- ২২। আরামবাগ–বিপ্লব কুমার মৈত্র, সিপিআই(এম)
- ২৩। ঝাড়গ্রাম- সোনামণি মূর্মু টুডু, সিপিআই(এম)
- ২৪। বসিরহাট- নিরাপদ সর্দার, সিপিআই(এম)
- ২৫। বারাকপুর- দেবদূত ঘোষ, সিপিআই(এম)
- ২৬। ডায়মন্ড হারবার- প্রতীক-উর রহমান, সিপিআই(এম)
- ২৭। ঘাটাল- তপন গঙ্গোপাধ্যায়, সিপিআই
- ২৮। বারাসত– প্রবীর ঘোষ, ফরওয়ার্ড ব্লক
- ২৯। মথুরাপুর– ড. শরৎ চন্দ্র হালদার, সিপিআই(এম)