রাজ্য বিভাগে ফিরে যান

বৃহত্তর কলকাতার দশ আসনে ফুটবে না পদ্ম? দ্বিতীয় স্থান ধরে রাখার চিন্তায় BJP?

April 7, 2024 | < 1 min read

দ্বিতীয় স্থান ধরে রাখার চিন্তায় BJP?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় রয়েছে ৪২টি লোকসভা কেন্দ্র (Lok Sabha Election 2024)। যার মধ্যে ডায়মন্ডহারবার, যাদবপুর, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, দমদম, বারাসত, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর ও হুগলি, এই দশ কেন্দ্রকে বৃহত্তর কলকাতা হিসেবে ধরা হয়। সর্বভারতীয় স্তরেও এই দশটি কেন্দ্র বৃহত্তর কলকাতা (Greater Kolkata) হিসেবে পরিচিত। গত লোকসভা নির্বাচনে এই ১০টি লোকসভা আসনের মধ্যে ২টি গিয়েছিল বিজেপির দখলে। কিন্তু এবারের লোকসভার নির্বাচনে ১০টি কেন্দ্রে কার্যত মুখ থুবড়ে পড়তে চলেছে বিজেপি। এমনই খবর খোদ বিজেপির অন্দরে, কোনওটিতেই জয়ের সম্ভাবনা দেখছে না পদ্মশিবির। উল্টে বিজেপির আশঙ্কা, ১০টি কেন্দ্রের মধ্যে অন্তত ৫ কেন্দ্র দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে বামেরা, সেক্ষেত্রে বিজেপি তৃতীয় স্থানে নেমে যাবে।

বৃহত্তর এলাকা তৃণমূলের ঘাঁটি, সে’কারণেই আশা ছাড়ছে বিজেপি (BJP)। অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায়ের জয়ের সম্ভাবনা আর নেই। দুইজনকেই নিয়ে দলের অন্দরেই নিচুতলার নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে হাওড়া, বারাসত, উত্তর কলকাতায়। তৃণমূলের সংগঠনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা নেই বিজেপির। ওই দশটি আসন তৃণমূলের (TMC) দুর্গে পরিণত হয়ে গিয়েছে। ফলে ওই এলাকার সাধারণ বাসিন্দারা অন্য কোনও রাজনৈতিক দলকে সমর্থন জানাবে না, তা কার্যত নিশ্চিত। ফলে সংশ্লিষ্ট ১০ আসনে এবার বিজেপির জয়ের কোনও সম্ভাবনাই দেখছেন না, পদ্ম পার্টির নেতা-কর্মী থেকে শুরু করে প্রার্থীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #bjp, #tmc, #Loksabha Election 2024

আরো দেখুন