রাজ্য বিভাগে ফিরে যান

বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দীকে কাছে পেয়ে মোদী সরকারের বঞ্চনা নিয়ে নালিশ আম জনতার

April 7, 2024 | < 1 min read

তৃণমূল প্রার্থী শতাব্দী রায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দফায় দফায় আবেদন করেও মেলেনি বাড়ি, বিভিন্ন দপ্তরে কাগজ জমা করা হয়েছিল, বাড়ি জন্য নামও উঠেছিল। কিন্তু বাড়ির টাকা মেলেনি। কষ্ট করে কাঁচা বাড়িতে দিন কাটছে। তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে কাছে পেয়ে এমনই অভিযোগের কথা জানালেন বাসিন্দারা। তৃণমূল (TMC) প্রার্থীর সাফ জানান, বিজেপি সরকার বাড়ির টাকা আটকে দিয়েছে। সে’জন্যেই মাথার উপর পাকা ছাদ মেলেনি। ভোটবাক্সে জবাব দিতেই হবে।

শনিবার মহম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম, লাউজোড়া-সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন বীরভূমের (Birbhum) বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী শতাব্দী (Satabdi Roy)। তীব্র রোদের মধ্যেও জনসংযোগ সারেন তিনি, গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে নানান অভিযোগের কথা তুলে ধরেন। গ্রামবাসীদের দাবি, এলাকায় অনেকেই পাকা বাড়ি পাননি। কেউ কেউ পেলেও যোগ্যরা বাড়ি পাননি। হাতে গোনা লোকজনই সরকারি সুবিধা পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গরিব মানুষরা কিছুই পাচ্ছেন না। সেসব কথাই তাঁরা প্রার্থীকে জানান। তাঁদের কথায়, দিদিকে বললাম। উনিই বা কতজনের অভিযোগ শুনবেন। তবুও দিদিকে যতটা পেরেছি সমস্যার কথা বলেছি।

বাড়ি নিয়ে অভিযোগ শুনে শতাব্দী বলেন, বাড়ির টাকা মোদী সরকার (Modi Govt) আটকে রেখেছে। যাঁদের মাথায় পাকা ছাদ নেই, তাঁরা প্রশ্ন তুলবেনই। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সকলে মিলে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন বলেও জানান জোড়াফুল প্রার্থী। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের কষ্টের কথা একবারও ভেবে দেখেনি মোদী সরকার। তিনি জানান, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত মেশেন। ফলে মানুষজন অভাব, অভিযোগের কথা তাঁকেই তো বলবেন নাকি? তিনি আশ্বস্ত করেছেন, মুখ্যমন্ত্রী সকলকে যতটা সম্ভব দেখবেন বলেও জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#satabdi roy, #Loksabha Election 2024, #birbhum, #bjp, #tmc

আরো দেখুন