স্বাস্থ্য বিভাগে ফিরে যান

COVID 19-র চেয়েও বিপজ্জনক বার্ড ফ্লুর H5N1 স্ট্রেন! কী বলছে CDC?

April 7, 2024 | < 1 min read

COVID 19-র চেয়েও বিপজ্জনক বার্ড ফ্লুর H5N1 স্ট্রেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: করোনার চেয়ে প্রায় ১০০ গুণ বেশি বিপজ্জনক হতে চলেছে বার্ড ফ্লুর H5N1 স্ট্রেন। আক্রান্ত রোগীর মধ্যে অর্ধেক সংখ্যক রোগীরই মৃত্যুর আশঙ্কা থাকে এই স্ট্রেনের ক্ষেত্রে। মার্কিন স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০০৩ থেকে এখনও পর্যন্ত যত মানুষ H5N1 স্ট্রেনে আক্রান্ত হয়েছেন, তাঁদের ৫২ শতাংশের মৃত্যু হয়েছে। এই স্ট্রেনের ক্ষেত্রে মৃত্যুর হার ৫০ শতাংশের বেশি। এটাই আতঙ্কের। আগামীতে বার্ড ফ্লু ক্রমশ বাড়বে, আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা কার্যত নিশ্চিত করেছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা বার্ড ফ্লুও মানবদেহে সংক্রমিত হতে পারে। তাঁদের মতে, সমস্ত স্তন্যপায়ী প্রাণীকেই সংক্রমিত করতে পারে বার্ড ফ্লুর এই H5N1 স্ট্রেন। আমেরিকার জাতীয় স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৮৮৭ জনের দেহে বার্ড ফ্লু ভাইরাসের হদিশ মিলেছে। তার মধ্যে ৪২৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ মৃত্যু হারের নিরিখে করোনাকেও পিছনে ফেলে দিচ্ছে বার্ড ফ্লুর H5N1 স্ট্রেন। বার্ড ফ্লু মহামারি এই স্ট্রেন করোনা চেয়েও ১০০ গুণ বেশি ভযঙ্কর হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। বার্ড ফ্লুয়ের এই স্ট্রেনের যদি আরও মিউটেশন হয়, সেক্ষেত্রে মৃত্যুর হার আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#CDC, #H5N1 strain, #Bird flu

আরো দেখুন