উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

লক্ষ্য লোকসভায় জোড়াফুলের লিড, বালুরঘাটের মাটি কামড়ে প্রচার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর

April 7, 2024 | < 1 min read

ছবি সৌজন্যেঃ AITC Balurghat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৯-র লোকসভা ও ২০২১-র বিধানসভা নির্বাচন, লাগাতার দুই ভোটে বালুরঘাট বিধানসভায় লিড পায়নি ঘাসফুল। আসন্ন লোকসভা ভোটে বালুরঘাট বিধানসভা এলাকায় দলকে লিড এনে দিতে মাঠে নামলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বালুরঘাটে বাড়ি ভাড়া নিয়েছেন বিপ্লব, শনিবার রাত থেকে সেখানেই থাকছেন। লোকসভার অন্য প্রান্তের সঙ্গে সঙ্গে বালুরঘাটেও জোরকদমে ভোটের প্রচার চালাবেন তৃণমূল প্রার্থী।

আজ, রবিবার সকালে বালুরঘাট শহরের জোড় ব্রিজ সংলগ্ন পাইকারি বাজার থেকে প্রচার শুরু করেন বিপ্লব মিত্র। বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালি মন্দিরে পুজো দেন তিনি। পুরসভার পুর প্রধান অশোক কুমার মিত্র, তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি, টাউন সভাপতি প্রীতম রাম মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ব নেমেছিলেন প্রচারে। বালুরঘাট তহবাজারে প্রচার চালান তাঁরা। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট বিধানসভায় বিজেপি ৩৯ হাজার ০১৩ ভোটে লিড পায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই আসনে বিজেপি ১৩ হাজার ৪৩৬ ভোটে জেতে। এবার বালুরঘাট বিধানসভায় লিড পেতে মাটি কামড়ে প্রচার চালাচ্ছে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #balurghat, #Biplab Mitra, #loksabha elections 2024, #AITC Balurghat, #West Bengal

আরো দেখুন