তীব্র গরমে কিছুটা স্বস্তি! কোন কোন জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তাপমাত্রা রোজই ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। প্রবল গরমের দাপটে একেবারেই দুর্বিষহ দশা দক্ষিণবঙ্গের মানুষের। তবে এই মুহূর্তে আবহাওয়া পরিবর্তনের হচ্ছে না।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ রবিবার কালবৈশাখীর পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানসহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টি হতে পারে।
আজ ৭ এপ্রিল শনিবার পুরুলিয়ায় সর্বোচ্চ ৩৪ এবং ও সর্বনিম্ন ২৯ ডিগ্ৰি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। চলতি সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হতে পারে।
উত্তরে জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বহাল রয়েছে। উত্তরের বেশ কিছু জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। জারি রয়েছে সতর্কতা।