দিল্লি পুলিশের হাতে আটক প্রতিনিধিদল, রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন অভিষেক
April 8, 2024 | < 1min read
দিল্লি পুলিশের হাতে আটক প্রতিনিধিদল, রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন অভিষেক
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সোমবার দাবিদাওয়া নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠকের পর যদি, এনআইএ এবং সিবিআইয়ের বর্তমান প্রধানদের অপসারণ চেয়ে কমিশনের বাইরে ধর্নায় বসে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। কিন্তু দিল্লি পুলিশ তাদের আটক করে
আটকের খবর পাওয়ার পরই এবার বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে ১২ সদস্যের এক প্রতিনিধি দল সোমবার রাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছে।
রাজ্যপাল রাত ৯টায় দেখা করার জন্য সময় দিয়েছেন। তৃণমূলের প্রতিনিধিদল ৮.৫০ নাগাদ রাজভবনের নর্থ গেটে উপস্থিত থাকবেন।