রাজ্য বিভাগে ফিরে যান

পনের লক্ষের পর এবার ৩,০০০ কোটি! মোদীর ‘জুমলা’ নিয়ে সরব তৃণমূল

April 8, 2024 | < 1 min read

ধূপগুড়ির সভা থেকে মোদী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কালো টাকা ফিরিয়ে এনে, প্রত্যেক ভারতীয় অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদী। ২০১৪ সালের প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি! গত ১০ বছর ধরে মোদীর ‘জুমলা’কে বিঁধে চলেছে বিরোধীরা। রবিবার ধূপগুড়ির (Dhupguri) সভা থেকে মোদী জানালেন, বিভিন্ন দুর্নীতির তদন্তে রাজ্য থেকে ইডির (ED) বাজেয়াপ্ত করা তিন হাজার কোটি টাকা গরিবদের দেবেন। কয়েকদিন আগেও একই কথা বলেছেন। তাতেই ফের উস্কে উঠেছে ২০১৪ সালের স্মৃতি। তিন হাজার কোটির প্রতিশ্রুতিকে জুমলাই বলছে রাজ্যের শাসক দল। তাদের সাফ কথা, মানুষ আগের টাকাই পেল না! আবার নতুন করে ফের গাজর ঝোলাচ্ছেন মোদী।

এদিন জলপাইগুড়ি থেকে মোদী (Modi) বলেন, নিয়োগ-সহ বিভিন্ন দুর্নীতির তদন্তে রাজ্য থেকে যে তিন হাজার কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, সেই টাকা গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরাবেন তিনি। এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। আদালতে মামলাগুলি বিচারাধীন থাকা সত্ত্বেও, কীভাবে মোদি এহেন প্রতিশ্রুতি দিচ্ছেন? নির্বাচন কমিশন (Election Commission) কেন নীরব? উঠছে প্রশ্ন। কটাক্ষ করছেন বিরোধীরাও। জলপাইগুড়ি লোকসভার তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের (Nirmal chandra Roy) প্রশ্ন, কী করে টাকা ফেরাবেন? এটা বিচারাধীন বিষয়। এখনও বিচার প্রক্রিয়া শেষ হয়নি। সেখানে উনি বলছেন, টাকা ফেরাবেন। এসব ভোটের আগে জুমলা ছাড়া কিছু নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#jalpaiguri, #PM Narendra Modi, #jumla, #Loksabha Election 2024, #West Bengal, #bjp

আরো দেখুন