বিনোদন বিভাগে ফিরে যান

১০ এপ্রিল মুক্তি পাচ্ছে কিংবদন্তি ফুটবল কোচ রহিমের জীবনীর উপর ভিত্তি করে তৈরি ছবি ‘ময়দান’

April 8, 2024 | < 1 min read

১০ এপ্রিল মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অজয় দেবগনের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ময়দান’ মুক্তি পাচ্ছে ১০ এপ্রিল। বারবার একাধিক কারণে ছবি মুক্তিতে বিলম্বিত হয়েছে। কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের (Syed Abdul Rahim) জীবনীর উপর ভিত্তি করে ছবি তৈরি হয়েছে। রহিম স্যার সমস্ত প্রতিকূলতাকে জয় করেছিলেন, সে কাহিনি উঠে এসেছে ছবিতে। রবিবার কলকাতায় ছবির বিশেষ স্ক্রিনিং হল।

ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন (Ajay Devgn)। ছবির ট্রেলার আগেই ঝড় তুলেছিল। এবার ছবি মুক্তির আগেই রবিবার কলকাতায় ছবির বিশেষ স্ক্রিনিংয়ে ছবির পরিচালক অমিত শর্মা, প্রযোজক বনি কাপুর, অরুণাভ জয় সেনগুপ্ত-সহ ময়দানের টিম হাজির ছিল। রুদ্রনীল ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

রবিবার কলকাতায় ফিল্মটির বিহাইন্ড দ্য সিন্-র বিশেষ বিশেষ দৃশ্যগুলি দেখানো হয়েছে। যা দর্শকদের মন ছুঁয়েছে। সৈয়দ আব্দুল রহিমের হাতেই তৈরি হয়েছিলেন পিকে বন্দোপাধ্যায়, চূণী গোস্বামী, প্রদ্যুত বর্মণ, অরুণ ঘোষ এবং জার্নাইল সিংয়ের মতো একাধিক ফুটবলাররা। তিনি ভারতের ফুটবলের ভিত্তি স্থাপন করেছিলেন।

রবিবার ময়দানের টিম কলকাতায় এসে, কলকাতার কিংবদন্তি ফুটবলারদের শ্রদ্ধা জানান। অরুণ ঘোষ, ডিএমকে আফজল, চূণী গোস্বামী, প্রদ্যুত বর্মন, পিকে বন্দ্যোপাধ্যায়, ইউসুফ খান, ডি. ইথিরাজ, অরুমাইনয়াগামের পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্ক্রিনিংয়েরও আয়োজন করেছিলেন। ছবিতে অভিনেতা হিসেবে রয়েছেন, প্রিয়মণি, গজরাজ রাও, রুদ্রনীল ঘোষ। ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিও, বনি কাপুর, অরুণাভ জয় সেনগুপ্ত এবং আকাশ চাওলা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে সাইভিন কোয়াড্রাস এবং রিতেশ শাহ। সঙ্গীত করেছেন এআর রহমান এবং গানের কথা লিখেছেন মনোজ মুনতাশির শুক্লা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cinemas, #ajay devgn, #Maidaan

আরো দেখুন