সাইকেলে চেপে রবিবাসরীয় প্রচার সারলেন যাদবপুরের তারকা জোড়াফুল প্রার্থী সায়নী ঘোষ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গরমের মধ্যে পাল্লা দিয়ে প্রচার চলছিল, রবিবার প্রাকৃতিক দুর্যোগকেও থমকে থাকল না প্রচার। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রচার সারলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রবিবার সকালে বারুইপুর শিখর বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোট প্রচারে গিয়েছিলেন অভিনেত্রী প্রার্থী। সাইকেল চালিয়ে শিখর বালি গ্রাম পঞ্চায়েতের রাম গোপালপুর এলাকায় প্রচার করলেন তিনি।
একেবারে মানুষের কাছে পৌঁছে গেলেন। বারুইপুরের (Baruipur) বিখ্যাত পেয়ারা খেতে খেতেই রবিবাসরীয় ভোটের প্রচার সারলেন সায়নী (Saayoni Ghosh)। বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস-সহ আরও অনেকেই এদিন সায়নীর প্রচারে সঙ্গী ছিলেন।
সাইকেলে চড়ে গ্রামে গ্রামে ঘুরে প্রচার দেখতে, আম জনতার উৎসাহ ও উদ্দীপানা ছিল চোখে পড়ার মতো। প্রচারের অবসরে ছোটদের সঙ্গেও গল্প করলেন সায়নী। একজন ১০০ বছরের বৃদ্ধাকে দেখে দিদা বলে এগিয়ে গিয়ে, তাঁর আশীর্বাদ নেন সায়নী।