রাজ্য বিভাগে ফিরে যান

CAA-র শর্ত মানতে নারাজ নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি

April 8, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: Times Of India

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সিএএ (CAA) আইন মানতে রাজি নয় নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি(NBBSS)। আইনের শর্তগুলি বিশ্লেষণ করতে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির সদস্যরা বিভিন্ন রাজ্যে বৈঠক করছেন। আগামীদিনের কর্মসূচির রূপরেখা নির্ধারণ করতে বিস্তারিত আলোচনা শুরু হয়েছে।

নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির রাজ্য সহ-সভাপতি নারায়ণ দাস (Narayan Das) বলেন, ‘প্রায় ৩ কোটি ৭০ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে এসেছেন। তাঁর দাবি, এদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। তিনি জানান, নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে বিভিন্ন রাজ্যে বৈঠক করছেন সমিতির সদস্যরা। ১৮টি রাজ্যে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির সংগঠন রয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে, সিএএ আইনের আওতায় অনলাইনে কেউ ফর্ম পূরণ করবেন না। কারণ, মোদী সরকার ৯ দফা শর্ত চাপিয়েছে। শর্ত পূরণের জন্য কাগজপত্র প্রয়োজন, তা সবার কাছে নেই। সংগঠনের দাবি, প্রত্যেককেই নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে।

নারায়ণবাবু আরও বলেন, সিএএ আইন লাগু হওয়ার পর দেখা যাচ্ছে, মোদী সরকারের কথার সঙ্গে কাজের কোনও মিল নেই। শর্তগুলি কোনওভাবেই সমর্থন করা যায় না। লোকসভা ভোট শেষ হলে সিএএ আইনের শর্তগুলি পরিবর্তনের জন্য আন্দোলনে নামবেন তাঁরা। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#CAA, #nikhil bharat bangali samannoy samity, #CAA Protest

আরো দেখুন