বিজেপি গোটা দেশকে জেল বানিয়ে দিয়েছে, বাঁকুড়ার জনসভা থেকে কেন্দ্রকে তোপ মমতার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় এজেন্সি নিয়ে মোদী-মমতার সংঘাত নতুন নয়। বিরোধীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তৃণমূলের (TMC) তরফে এই অভিযোগ করা হচ্ছে। বাঁকুড়ার (Bankura) সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রসঙ্গেই এবার বললেন, গোটা দেশকেই তো জেল বানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। নাম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) নিশানা করলেন তিনি।
সোমবার বাঁকুড়া জেলার রাইপুর থেকে জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে তিনি বলেন, ”প্রধানমন্ত্রীর পক্ষে এই ভাষা শোভা পায় না। বলছে, ৪ জুনের পর সবাইকে গ্রেপ্তার করবে, জেলে ভরবে। এখনই তো গোটা দেশ জেল হয়ে গেছে। গণতন্ত্রকে জেল বানিয়ে দেওয়া হয়েছে।” এরপরই কেন্দ্রীয় এজেন্সির নাম নিয়ে মোদীকে আক্রমণ করেন তিনি।
আগামী ৪ জুন ভোটের ফলপ্রকাশের পর দুর্নীতি সংক্রান্ত তদন্তের গতি আরও বাড়বে বলেই হুঙ্কার দিয়েছিলেন মোদী। তার ২৪ ঘণ্টার মধ্যে বাঁকুড়ার জনসভা থেকে পালটা হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের সদস্যদের ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ বলে উল্লেখ করলেন মমতা।