দিল্লি পুলিশের হাতে তৃণমূল প্রতিনিধিদের হেনস্তা – রাজ্যপালের পদক্ষেপ জানতে আজকেও রাজভবনে যেতে পারেন অভিষেক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় রাজভবনে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বর্বরোচিত আচরণের পর নির্বাচন কমিশনের (EC) ভূমিকা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C. V. Ananda Bose) কী পদক্ষেপ করবেন তা জানতে আজ মঙ্গলবার ফের রাজভবন যাবেন অভিষেক, এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০২৩-এও কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা আদায়ের দাবিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে দিল্লিতে কৃষিভবনে রাজ্যের দাবি পেশ করতে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। সেবারেও প্রায় একই ভাবে পুলিশের হাতে হেনস্তা হতে হয়েছিল তৃণমূলের প্রতিনিধিদলকে। সোমবারও একই ঘটনার পুনরাবৃত্তিতে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘২০২৩ সালের অক্টোবরে, কৃষি ভবনের অভ্যন্তরে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল। আজ প্রকাশ্য দিবালোকে বাইরে হামলা হল!যত দিন যাচ্ছে, বাংলা বিরোধী জমিদাররা তাদের ক্ষমতার জন্য হিংস্র ও মরিয়া হয়ে উঠছে। উপযুক্ত জবাব দেবে বাংলা। বিজেপি (BJP) তোমার কোমর বেঁধে নাও!’