খেলা বিভাগে ফিরে যান

IPL 2024: শেষ ওভারে ২৬ তুলেও হার পঞ্জাবের, ২ রানে জয়ী কামিংসের হায়দ্রাবাদ

April 9, 2024 | < 1 min read

জয়ী হায়দ্রাবাদ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হায়দ্রাবাদের কাছে ২ রানে হেরে গেল পঞ্জাব কিংস। ঘরের মাঠে পঞ্জাবকেই উড়িয়ে ২ রানে জয় ছিনিয়ে নিল সানরাইজার্স।  

মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে পঞ্জাব। শেষ পর্যন্ত লড়াই করেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২ রান তুলতে ব্যর্থ হয়  ধাওয়ান ব্রিগেড। হায়দ্রাবাদের হয়ে হয়ে ২টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এছাড়া কামিন্স, নটরাজন, উনাদকট, নীতীশ একটি করে উইকেট নেন। 

অন্যদিকে হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ রান করেন নীতীশ রেড্ডি (৬৪)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আবদুল সামাদ (২৫)। এছাড়া বড় রান পাননি হায়দ্রাবাদের কোনও ব্যাটার। পঞ্জাবের হয়ে ৪ উইকেট নেন আর্শদীপ সিং। ২টি উইকেট নেন হর্ষল প্যাটেল ও স্যাম কারেন। ১টি উইকেট নেন কাগিসো রাবাডা।   

অন্যদিকে পঞ্জাবের হয়ে অপরাজিত থেকে সর্বোচ্চ রান করেন শশাঙ্ক সিং(৪৬) এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আশুতোষ শর্মা (৩৩)। ২২ বলে ২৯ রান করেন স্যাম কারান। এছাড়া বড় কোনও রান পাননি পঞ্জাবের কোনও ব্যাটার।

TwitterFacebookWhatsAppEmailShare

#PBKS vs SRH, #Punjab Kings, #sunrisers hyderabad, #Ipl 2024

আরো দেখুন