রাজ্য বিভাগে ফিরে যান

অভিষেক-কুনাল অভিযোগের পরই NIA কর্তা ধনরামকে দিল্লিতে তলব?

April 9, 2024 | < 1 min read

অভিষেক-কুনাল অভিযোগের পরই NIA কর্তা ধনরামকে দিল্লিতে তলব?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘টাকার বিনিময়ে’ ভূপতিনগরের তদন্তে তৃণমূলের দুই নেতাকে গ্রেপ্তারের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। অভিযোগ করা হয়েছিল যে NIA-এর এসপি ধনরাম সিংহ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) থেকে টাকা নিয়ে বাংলায় বিভিন্ন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করবেন। তাঁকে এবার জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। তৃণমূল নেতা কুনাল ঘোষ এই অর্থে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন যাতে বলা হয়েছে, ধনরামের পরিবর্তে রাজ্যে পাঠানো হচ্ছে আইপিএস রাকেশ রোশনকে। রাকেশ এর আগে পটনায় কর্মরত ছিলেন।

কুনাল (Kunal Ghosh) তাঁর পোস্টে লিখেছেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি-এনআইএ ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেই দিল্লিতে এসপি ধনরামকে জরুরি ভিত্তিতে তলব করল এনআইএ। এনআইএ (NIA) সূত্রে এ কথা জানতে পেরেছি। তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশে। মামলাগুলির তদারকি করতে আইপিএস রাকেশ রোশনকে (Rakesh Roshan) কলকাতায় পাঠাচ্ছে এনআইএ। তবে আমরা চাই ধনরামের বিরুদ্ধে সঠিক তদন্ত হোক। বৈঠকের বিষয়টিও যেন চাপা দেওয়ার চেষ্টা না হয়। এনআইএর ডিজিকেও পদ থেকে সরানোর দাবি জানাচ্ছি। কারণ, ধনরামের কার্যকলাপ জন্য তিনিও দায়ী।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Kunal Ghosh, #NIA, #NIA SP, #Dhanram Singh, #abhishek banerjee

আরো দেখুন