জোড়াফুল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনে আজ কোচবিহারের রাসমেলা ময়দানে সভা জিসিপিএ নেতা বংশীবদনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আজ, বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করছে। জিসিপিএ নেতা বংশীবদন বর্মন জনসভায় উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়াকে জনসভায় আমন্ত্রণ জানানো হয়েছে। বংশীবদন তৃণমূল প্রার্থীর হয়ে গ্রেটার সমর্থকদের কাছে ভোট চাইবেন। বংশীবদন বর্মন আগেই তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নেমেছেন। কোচবিহারে এবার প্রার্থীকে নিয়ে জনসভা হচ্ছে। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া বলেন, দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বংশীবদন বর্মন তাঁর সমর্থকদের জনসভায় ডেকেছেন। রাসমেলা ময়দানের সেই সভায় তিনি উপস্থিত থাকবেন।
১৫ এপ্রিল রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। তার আগেই তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্রের সমর্থনে গ্রেটার নেতা বংশীবদন বর্মনের সভাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কোচবিহারের নির্বাচনে রাজবংশী ভোট একটা ফ্যাক্টর, সেই ভোটকে নিজেদের টানতে ত্রুটি রাখে না কোনও দল। বংশীবদন বর্মন (Bangshi Badan Barman) আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁর সংগঠন উত্তরবঙ্গের তৃণমূল প্রার্থীদের সমর্থন করবে। উত্তরবঙ্গের আটটি কেন্দ্রে গিয়ে তৃণমূলের হয়ে প্রচার চালাবেন তিনি। সেই কারণেই আজকে রাসমেলা ময়দানের জনসভায় তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মনকে (Jagadish Barman Basunia) আমন্ত্রণ জানানো হয়েছে।
গতকাল জিসিপিএ (JCPA) নেতা বংশীবদন বর্মন জানান, বুধবার রাসমেলা ময়দানে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনে জনসভা হবে। আজ, বিকেল ৩টেয় সেই সভা শুরু হবে। লোকসভা কেন্দ্রের সব জায়গা থেকে সমর্থকরা আসবেন বলেই জানা যাচ্ছে। রাসমেলা মাঠ ভরে যাবে, আশাবাদী বংশীবদন। তিনি ইতিমধ্যেই আলিপুরদুয়ারে প্রচার সেরে এসেছেন। ১১ এপ্রিল জলপাইগুড়ি ও ১৬ এপ্রিল উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যাবেন বলেও জানান জিসিপিএ নেতা।