রাজ্য বিভাগে ফিরে যান

‘উল্টো ঝুলিয়ে সিধে করা’র হুমকি অমিত শাহের, তৃণমূল বলল- বিজেপি নয়, লড়তে হচ্ছে ইডি- এনআইএ- সিবিআই— কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে

April 10, 2024 | < 1 min read

তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় ভোট প্রচারে এসে হুমকি দিয়ে গেলেন অমিত শাহ। তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের প্রচারে এসে জলপাইগুড়িতে নরেন্দ্র মোদী ‘চুন চুন কে’ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে গ্রেপ্তারির হুমকি দিয়ে গিয়েছিলেন। এবার বালুরঘাটে বিজেপি’র নির্বাচনী প্রচার থেকে একই কায়দায় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ দিয়ে উল্টো করে ঝুলিয়ে সোজা করার বার্তা দিয়ে কার্যত হুমকি দিয়ে গেলেন। তাঁর নির্বাচনী প্রচারে রাজ্যের মানুষের উন্নয়নের কোনও বার্তা না থাকলেও কীভাবে সিএএ-র মধ্যে দিয়ে দেশের নাগরিকদের শরনার্থী করে দেওয়া হবে তার সম্পূর্ণ ঘোষণা ছিল।

বুধবার বুনিয়াদপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, খগেন মুর্মুর সমর্থনে প্রচার চালান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রচার সভা থেকে অমিত শাহ দাবি করেন, অসমে সিএএ লাগু করার পর সেখানে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে। বাংলাতেও ১৮ আসন থেকে বাড়িয়ে ৩০ করা হলে একটি পাখিও ঢুকতে দেওয়া হবে না। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উৎখাত করা হবে।

অমিত শাহর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলায় বিজেপি বলে কিছু নেই। তাই তৃণমূলকে লড়তে হচ্ছে ইডি, এনআইএ, সিবিআই— কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে। তিনি বলেন, ‘‘নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পরে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি প্যাকেট হাতে এনআইএ এসপি ধন রাম সিংহের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন কি না, সেই প্রশ্নের উত্তর দিন অমিত শাহ। তৃণমূলের কাকে গ্রেপ্তার করতে হবে সেই তালিকা এনআইএকে তুলে দেওয়া হয়েছে বলে আমাদের অভিযোগ। শুনেছি, ধন রাম সিংহকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় অন্য কেউ দায়িত্ব নিয়েছেন। কিন্তু পদক্ষেপ চাই। এ সবে হবে না।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #ED, #NIA, #CBI, #Loksabha Election 2024

আরো দেখুন