খেলা বিভাগে ফিরে যান

ISL: দুরন্ত ছন্দে দল, বেঙ্গালুরুকে হারিয়ে বড় জয় সবুজ মেরুন ব্রিগেডের  

April 11, 2024 | < 1 min read

বাগানের গোলের জোয়ারে ভেসে গেল বেঙ্গালুরু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাগানের গোলের জোয়ারে ভেসে গেল বেঙ্গালুরু। বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির।  

আজ কর্ণাটকের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ১৭ মিনিটে গোল করেন মোহনবাগানের হেক্টর ইউস্ত। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে মনদীপের দ্বিতীয় গোলে  ২-০ এগিয়ে যায় মোহনবাগান। এর ঠিক ৩ মিনিটের মাথায়  অনিরুদ্ধ থাপা তৃতীয় গোল দেন। এরপর ৫৯ মিনিটে চতুর্থ গোল করেন আরমান্দো সাদিকু।

এই ম্যাচে জিতে লিগ তালিকায়  ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট পেয়ে মুম্বইয়ের সঙ্গে তাদের মাত্র দু’পয়েন্টের ব্যবধান কমাল মোহনবাগান।  

বেঙ্গালুরুকে হারিয়ে মোহনবাগানের লিগ শিল্ডের দৌড়ে টিকে থাকল। 

TwitterFacebookWhatsAppEmailShare

#ISL, #Bengaluru fc, #Mohun Bagan SG, #BFC v MBSG

আরো দেখুন