রাজ্য বিভাগে ফিরে যান

কাজ বুঝে নিন! প্রচারে মালদহবাসীর কাছে আর্জি তৃণমূল প্রার্থী প্রসূনের

April 11, 2024 | < 1 min read

প্রচারে মালদহবাসীর কাছে আর্জি তৃণমূল প্রার্থী প্রসূনের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পুলিশের চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, ঘাসফুলের টিকিটে মালদহ উত্তরের প্রার্থী হয়েছেন তিনি। শুরু করেছেন প্রচার, পুরাতন মালদহ শহরে জনসংযোগ করেন তিনি। ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের উঠোন বৈঠকে অংশ নেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। শহরের ৮ নম্বর ওয়ার্ডে কীর্তনেও সামিল হন। খিচুড়ি রাঁধতেও নেমে পড়েন। ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা, শ্যাম মণ্ডল-সহ অন্যান্যদের নিয়ে জনসংযোগ সারেন তিনি।

পুরাতন মালদহ শহরে বিদায়ী সাংসদের কাজের ব্যর্থতার বিষয়ে প্রচার করতে নির্দেশ দিয়েছেন জোড়াফুল প্রার্থী। আগামীতে সংশ্লিষ্ট কেন্দ্রে জয়ী হলে, তাঁর কাছ থেকে বাসিন্দাদের কাজ বুঝে নেওয়ার আশ্বাস দেন প্রার্থী। সাংসদ তহবিলের ২৫ কোটি কোথায় খরচ হল? তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল প্রার্থী।

উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, সাংসদ কোনও কাজ করেননি। শহরের মানুষকে সেটাই বলছেন তিনি। সব ওয়ার্ডে কাজ করবেন বলেও জানান তিনি। বিজেপির মতো আটকে রাখার রাজনীতি করেন না বলেও জানান তিনি। তিনি জিতলে নিজেই মানুষকে কাজ বুঝে নেওয়ার কথা বলেছেন জোড়াফুল প্রার্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

#malda, #tmc, #Loksabha Election 2024, #loksabha elections 2024, #uttar malda

আরো দেখুন