রাজ্য বিভাগে ফিরে যান

উলু ও শঙ্খধ্বনিতে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে বরণ করল ক্যানিং পশ্চিম

April 11, 2024 | < 1 min read

উলু ও শঙ্খধ্বনিতে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে বরণ করল ক্যানিং পশ্চিম

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: উলু ও শঙ্খধ্বনিতে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে বরণ করল ক্যানিং পশ্চিমের গ্রামবাসীরা। তিনি গ্রাম ঢুকতেই তাঁকে নববধূর মতো স্বাগত জানানো হল। ফুল, চন্দন, মালা, মিষ্টি ও এক গ্লাস জল নিয়ে এগিয়ে গেলেন মহিলারা। জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে চন্দনের টিপ পরিয়ে, মিষ্টি ও জল খাইয়ে আপ্যায়ন করলেন গ্রামের মহিলারা। ক্যানিং পশ্চিমে গ্রামবাসীদের কাছে এমনভাবেই অভ্যর্থনা পেলেন তৃণমূল প্রার্থী।

মঙ্গলবার বেলেখালি মোড় থেকে সাতমুখী বাজার পর্যন্ত পদযাত্রা করেন প্রতিমা। গ্রামের একাধিক জায়গায় তাঁকে অভ্যর্থনা জানান মহিলারা। এদিন গ্রামের গলিপথ, পাড়া, বাড়ির উঠোনে দাঁড়িয়ে জনসংযোগ করলেন তিনি। প্রার্থীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক পরেশরাম দাস-সহ তৃণমূল নেতৃত্ব। পদযাত্রা শেষে নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মিসভাও করেন তিনি। সভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ২০২১ সালের বিধানসভা ভোটে এই এলাকা থেকে লিড পেয়েছিলেন তৃণমূল বিধায়ক। পঞ্চায়েত এলাকায় এবার যাতে বেশি তৃণমূলের ব্যবধানে বাড়ে, সেই আর্জি জানিয়েছেন প্রার্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Joynagar, #Loksabha Election 2024, #canning west, #tmc, #pratima Mondal

আরো দেখুন