খেলা বিভাগে ফিরে যান

IPL2024: রুদ্ধশ্বাস ম্যাচে লখনৌকে ৬ উইকেটে হারিয়ে দুরন্ত জয় দিল্লির 

April 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেল লখনৌ সুপার জায়ান্টসে। লখনৌকে উড়িয়ে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল দিল্লি।  

আজ শুক্রবার লখনৌয়ের একানা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ১৬৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস । ১১ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলে নেয় দিল্লি। জেক ফ্রেজার ম্যাকগার্ক (৫৫) ও অধিনায়ক ঋষভ পন্থের (৪১) দৌলতে জয়ের শিখরে পৌঁছে যায় দিল্লি। শেপর্যন্ত দিল্লি ক্যাপিটালসের জয়ের অক্সিজেন যোগায় ট্রিস্টান স্টাবস (১৫) ও শাই হোপের (১১)। লখনৌয়ের হয়ে ২টি উইকেট নেন রবি বিষ্ণোই। এছাড়া ১টি করে উইকেট নেন নবীন উল হক ও যশ ঠাকুর।

অন্যদিকে লখনৌ হয়ে সর্বোচ্চ রান করেন আয়ুষ বাদোনি (৫৫)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন কেএল রাহুল (৩৯) । তাছাড়াও আর্শাদ খান করেন ২০ রান। তাঁরা ছাড়া এলএসজি শিবিরে আর কেউ তেমন রান পাননি। দিল্লির হয়ে কুলদীপ যাদব ৩টি ও খলিল আহমেদ ২টি উইকেট নেন। ইশান্ত শর্মা ও মুকেশ কুমার একটি করে উইকেট নেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Delhi Capitals, #Lucknow super giants, #Ipl 2024, #LSG vs DC

আরো দেখুন