দেশ বিভাগে ফিরে যান

এপ্রিল তৃতীয় সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা, কী বলছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর?

April 12, 2024 | < 1 min read

তাপপ্রবাহের সতর্কতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চড়তে আরম্ভ করেছে পারদ। বাংলার বিস্তীর্ণ এলাকায় এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের মতে, ১৯-২৫ এপ্রিল পর্যন্ত বাংলায় তাপপ্রবাহের (Heatwave) সম্ভাবনা থাকছে। চলতি সপ্তাহেই ওড়িশা-অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পরের সপ্তাহে বাংলায় তাপপ্রবাহ প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত, সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁলে ও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বেশি হলে, তাপপ্রবাহ পরিস্থিতি বলা হয়। চলতি মাসেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

আকাশ মেঘলা থাকায় বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমে যায়। আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হয়নি। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হয়েছে। আগামী ক’দিন উত্তরবঙ্গে এমনই পরিস্থিতি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি ছুঁতে বলেও বলে মত হাওয়া অফিসের কর্তাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#IMD, #heatwave, #India Meteorological Department, #West Bengal, #weather office report, #weather forcast

আরো দেখুন