রাজ্য বিভাগে ফিরে যান

দেবাংশুর হয়ে প্রচারে মমতা! তমলুকে কবে তৃণমূল সুপ্রিমোর জনসভা?

April 12, 2024 | < 1 min read

দেবাংশুর হয়ে প্রচারে মমতা!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের প্রচারে আগামী ২৫ এপ্রিল পূর্ব মেদিনীপুরে পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুক লোকসভার অন্তর্গত মহিষাদলে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে, ১৫ এপ্রিল তমলুক লোকসভা কেন্দ্রের জন্য সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর ফের উত্তরবঙ্গে যাবেন অভিষেক। উল্লেখ্য, তমলুকে ভোটগ্রহণ হবে ২৫ মে।

বালুরঘাট লোকসভা কেন্দ্রে আরও তিনটি নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ১৮ এপ্রিল, ২১ ও ২২ এপ্রিল বালুরঘাটে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুনিয়াদপুর, কুমারগ্রামে সভা করবেন তৃণমূল নেত্রী। ৬ এপ্রিল বালুরঘাটের তপনে সভা করেছিলেন মমতা, বালুরঘাটে এবার সব মিলিয়ে ৪ টি জনসভা করছেন তৃণমূল নেত্রী। আগামী ২৬ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট।

১৬ এপ্রিল উত্তরবঙ্গের তিন কেন্দ্রে প্রথম দফার ভোটের আগে শেষ নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন আলিপুরদুয়ারে সভা ও শিলিগুড়িতে রোড শো করবেন তৃণমূল নেত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #Trinamool Congress, #Debangshu Bhattacharya, #Tamluk, #Loksabha Election 2024, #Loksabha 2024, #West Bengal

আরো দেখুন