রাজ্য বিভাগে ফিরে যান

ময়নাগুড়ির টর্নেডো ক্ষতিগ্রস্তদের দেখতে উত্তরবঙ্গে তৃণমূলের প্রতিনিধিদল

April 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, দুর্গত মানুষদের সঙ্গে সাক্ষাৎ করতে ময়নাগুড়ি পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। উল্লেখ্য, এই দশ সদস্যের দলই দিল্লিতে নির্বাচন কমিশনের সমানে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। ময়নাগুড়ির হাজার হাজার গৃহহীন মানুষদের যাতে রাজ্য সরকার সাহায্য করতে পারে, কমিশনের সেই অনুমতি চাইছে নবান্ন। আদৰ্শ নির্বাচনী আচরণবিধি চলা সত্ত্বেও অসম সরকারকে টাকা খরচের অনুমতি দিলেও, বাংলার সরকারকে কেন ঝড় পীড়িতদের পাশে দাঁড়াতে দেওয়া হচ্ছে না? সে প্রশ্ন উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #jalpaiguri, #moynaguri, #Tornedo, #Tmc delegation, #North Bengal Disaster

আরো দেখুন