পাঁচশো বছর ধরে চলে আসছে গোঘাটের শম্ভুনাথের গাজন, জানুন ইতিহাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার অন্যতম প্রাচীন উৎসব হল গাজন। এই চৈত্র মাসটায় বাংলার লোকসংস্কৃতির বৈচিত্রপূর্ণ রূপটি ফুটে ওঠে। হুগলির গোঘাটের চণ্ডীপুরের অনুষ্ঠিত হয় শম্ভুনাথের গাজন। শম্ভুনাথের গাজনের বয়স প্রায় ৫০০ বছরেরও বেশি। আশেপাশের ছটি গ্রাম যৌথভাবে শম্ভুনাথের গাজনে সামিল হয়। প্রতি বছর বাংলার নানান প্রান্ত থেকে সন্ন্যাসীরা এসে জড়ো হন এখানে। বহু মানুষ দূরদূরান্ত থেকে গাজন দেখতে আসে।
গাজনকে কেন্দ্র করে মেলা বসে। মন্দিরকে ঘিরে চারিদিকে বসে মেলা। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বাবা শম্ভুনাথের কাছে সন্ন্যাসগ্রহণ পর্ব। গাজন শুরু এক সপ্তাহ আগে থেকে সন্ন্যাসীরা উড়তি নেয়। শোনা যায়, ১২৩৩ সাল থেকে আজও চলে আসছে বাবা শম্ভুনাথের গাজন। এক মাস ধরে ভোগ রান্না চলে।
ভক্তদের বিশ্বাস, শম্ভুনাথ অত্যন্ত জাগ্রত। তাঁর কাছে কোনও মানুষ মনস্কামনা করলে, তা পূরণ হয়। বহু ভক্ত শম্ভুনাথের কাছে মানত করেন। মনস্কামনা পূরণ হলেই, গাজনের সময় সন্ন্যাস নেন। আবার এমনও অনেকে রয়েছেন, যারা বংশ পরম্পরায় সন্ন্যাসী হয়ে আসছেন।