রাজ্য বিভাগে ফিরে যান

সরকারি আবাসন পাওয়ার প্রক্রিয়া সহজ করতে রাজ্য সরকারি কর্মীদের তথ্য ভাণ্ডার তৈরি হচ্ছে

April 13, 2024 | < 1 min read

সরকারি আবাসন পাওয়ার প্রক্রিয়া সহজ করতে রাজ্য সরকারি কর্মীদের তথ্য ভাণ্ডার তৈরি হচ্ছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরকারি আবাসনের জন্য রাজ্য সরকারি কর্মীদের তথ্য ভাণ্ডার তৈরি হচ্ছে। এজন্য কর্মীদের ই-মেল আইডি, মোবাইল নম্বর প্রভৃতি চাওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের সরকারি আবাসন পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজ্য আবাসন দপ্তর (State Housing Department) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিটি বিভিন্ন দপ্তরের মাধ্যমে কর্মীদের অবহিত করা হয়েছে। সরকারি আবাসনের জন্য ইতিমধ্যেই যেসব কর্মী আবেদন করেছেন তাঁদের একটি তথ্য ভাণ্ডার তৈরি করবে দপ্তর। সেখানে আবেদনকারীদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। নির্দিষ্ট প্রোফর্মায় কর্মীদের আবেদন করতে হবে। অনলাইনে আবাসন দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পেশের উপর জোর দেওয়া হয়েছে। তবে কোনও কর্মী চাইলে অফলাইনেও আবেদন করতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Public Housing, #State Employees, #Housing Board Scheme

আরো দেখুন