রাজ্য বিভাগে ফিরে যান

Weather Update: বঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রা, কেমন থাকবে আজকের আবহাওয়া?

April 13, 2024 | < 1 min read

আগামী কয়েক দিন ক্রমশ তাপমাত্রা বাড়বে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গরমের ঝাঁঝ ধীরে ধীরে বাড়ছে। আগামী কয়েক দিন ক্রমশ তাপমাত্রা বাড়বে এবং শুকনো গরম হওয়া বইবে। আগামী ৩-৪ দিনে ২-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 

আগামী ২৪-৪৮ ঘণ্টায় বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে  আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে হালকা ঝড়-বৃষ্টির হতে পারে। 

উত্তরবঙ্গে ও আগামী ৩-৪ দিনে অন্তত ২ -৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে।  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৭ ডিগ্ৰি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Weather Update, #heat wave, #West Bengal

আরো দেখুন