চৈত্র সংক্রান্তিতে দুই পুত্রবধূকে নিয়ে মেগা প্রচার বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুই বৌমাকে সঙ্গে নিয়েই প্রচার সারলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। চৈত্র সংক্রান্তিতে বারাসত শহরে মেগা প্রচার করলেন তিনি। পূর্ব বারাসত আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুলের মাঠ থেকে প্রচার যাত্রা শুরু হয়েছিল। টাকি রোড ধরে পদযাত্রা হয়। পদযাত্রায় লাল পাড় সাদা শাড়ি পরে তৃণমূলের মহিলা সদস্যদের উপস্থিতি ছিল নজরকাড়া। কাকলিদেবীর দুই ছেলেই পেশায় চিকিৎসক। দুই পুত্রবধূ দিশারী ও জয়শ্রী বিয়ের পর এবারই প্রথম শাশুড়িকে নির্বাচনে প্রচার করতে দেখছেন।
বৈশাখ মাসকে স্বাগত জানিয়ে ‘এসো হে বৈশাখ…’ গানের মাধ্যমে শুরু হয় পদযাত্রা। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী-সহ অন্যরাও পদযাত্রায় ছিলেন। কাকলিদেবীর পাশে পাশে হেঁটেছেন তাঁর দুই পুত্রবধূ দিশারী ও জয়শ্রী। দুই পুত্রবধূ বলেন, বিয়ের পর এই প্রথম শাশুড়ির নির্বাচন দেখছেন তাঁরা। তাই তাঁরাও সঙ্গে এসেছেন। তাঁরা দু’জনেই অভিভূত।কাকলিদেবী বলেন, ১৫ বছর ধরে বারাসতের মানুষ তাঁকে আশীর্বাদ করেছেন। মুখ্যমন্ত্রীর উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। পরিবারের লোকজনদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনও কাজ সফল হয় না। তাই ভোট প্রচারে অংশীদার হতেই এদিন পদযাত্রায় অংশ নেন প্রার্থীর দুই পুত্রবধূ।