গরমে বেড়েছে বিক্রি! ORS-র চাহিদা এখন তুঙ্গে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চড়তে শুরু করেছে পারদ। বেলা গড়ালেই রোদের দাপটে বাইরে থাকা দায়। চিকিৎসকদের পরামর্শ, প্রচুর জল পান করতেই হবে। সম্ভব হলে ওরাল রিহাইড্রেশন সলিউশন। বাজারে এখন ওআরএসের চাহিদা তুঙ্গে। ওষুধের দোকানের গন্ডি টপকে পাড়ার মুদি দোকান ও স্টেশনারি দোকানেও দেদার বিকোচ্ছে ওআরএস।
পেটের সমস্যা বা অন্য কোনও অসুস্থতা থাকলে ওআরএস গ্রহণে নিদান দিতেন চিকিৎসকরা। অসুস্থতা ছাড়া অন্য সময় ওআরএসের প্রয়োজনীয়তা অনুভব করত না আম জনতা। অসহ্য হয়ে উঠছে গরম, রুটি-রুজির জন্য চাঁদিফাটা গরমেও রাস্তায় বেরতে হচ্ছে মানুষকে। অনেকেই প্রবল গরমের জেরে অসুস্থ হয়ে পড়েন। শরীর দুর্বল থাকলে মাথা ঘুরে পড়ে যান। ওআরএস মেশানো জলই এসবের সমাধান, চিকিৎসকরা কার্যত তা মানছেন। ফলে ওআরএসের চাহিদাও বাড়ছে হু হু করে। লোকজন বাড়িতে রীতিমতো প্যাকেট মজুত রাখছেন। মুড়ি-মুড়কির মত বিক্রি হচ্ছে ওআরএস।
বিক্রেতাদের বক্তব্য, গরম পড়তে অনেকেই দোকানে এসে ওআরএস খুঁজছেন। নিয়মিত মজুত রাখতে হচ্ছে ওআরএস। বহু ক্রেতা প্রতিদিন অফিস যাওয়ার সময় তা কিনে নিয়ে যাচ্ছেন। কোল্ড ড্রিঙ্কসের বদলে অনেকেই এখন জলে ওআরএস মিশিয়ে পান করার প্রবণতা বেড়েছে। ফলের রসের মতো নানা ধরনের ওআরএস পাউচ বাজারে এসেছে। এখন যেকোনও জায়গাতেই সহজে ওআরএস পাওয়া যাচ্ছে। এতে সুবিধা হচ্ছে অনেকেরই।