দেশ বিভাগে ফিরে যান

কোথায় মোদীর গ্যারান্টি! কী কী নেই BJP-র ইস্তাহারে?

April 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪ এপ্রিল বিজেপির ইস্তাহার প্রকাশিত হয়েছে। ছিয়াত্তর পাতার ইস্তাহারে, মোদীর তিপ্পান্নটি ছবি রয়েছে। ইস্তাহারে সাধারণত প্রতিশ্রুতিই থাকে কিন্তু আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত বিজেপির ইস্তাহারে প্রতিশ্রুতি বাড়ন্ত হয়ে রইল। কোথায় দেশের মানুষের দাবি দাওয়ার প্রতিফলন? ইস্তাহারজুড়ে কেবলই মোদীর মন পসন্দ ইস্যুর দেখা মিলল।

বিজেপির ইস্তাহারে কোনও সুনির্দিষ্ট আর্থিক দিশা নেই।

মোদী আমলে চরমে পৌঁছেছে ধনী-গরিবের আর্থিক অসাম্য। তা মেটানোর কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি ইস্তাহারে।

বিজেপির ইস্তাহারে মূল্যবৃদ্ধি ও বেকারত্ব শব্দ দুটি কার্যত ভ্যানিশ হয়ে গিয়েছে। দেশে বেকারত্বের হার মাত্র ছাড়িয়েছে, তা মেটানোর কোনও প্রতিশ্রুতি মিলল না বিজেপির ইস্তাহারে। স্নাতক, স্নাতকোত্তর ও তরুণদের মধ্যে বেকারত্বের হার এখন সবথেকে বেশি।

পাশাপাশি মূল্যবৃদ্ধির জেরে আম জনতা নাজেহাল হয়ে পড়েছে। তা কমানোর কোনও উল্লেখ নেই বিজেপির প্রতিশ্রুতি পত্রে।

জন স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক কোনও নীতি বা স্পষ্টতা নেই।

বাণিজ্য ঘাটতি, আমদানি ও রপ্তানির ফারাক মিটবে কীভাবে? উত্তর নেই ইস্তাহারে।

সম্প্রতি ইডির বাজেয়াপ্ত করা টাকা জনগণের মধ্যে বিতরণ করার কথা ঘোষণা করেছিলেন মোদী কিন্তু ইস্তাহারে তার উল্লেখ নেই।

সরকার কর্মসংস্থানে কেমন ভূমিকা নেবে? আদৌ নেবে কি?

সিএএ সংক্রান্ত বিষয়েও সুস্পষ্ট তথ্যের অভাব রয়েছে। যাদের কাছে নথি নেই, তাদের নাগরিকত্ব মিলবে কীভাবে?

সবার মাথার ছাদের প্রতিশ্রুতি থেকে সরে এসে, মোদী তিন কোটি বাড়ি তৈরির কথা বলছেন। ফলত দেশের কোটি কোটি গৃহহীনদের কী হবে? ইস্তাহারে কোনও প্রতিফলন নেই।

বিরোধীরা বিজেপির ইস্তাহারকে জুমলা পত্র বলে কটাক্ষ করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#BJP Manifesto, #Loksabha Elections, #loksabha elections2024, #Modi Government

আরো দেখুন