রাজ্য বিভাগে ফিরে যান

আগামী ১৯ এপ্রিল ১৯-এর বদলা নিন, বললেন অভিষেক

April 16, 2024 | < 1 min read

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার আলিপুরদুয়ারে দাঁড়িয়ে এদিন প্রধানমন্ত্রী-সহ উত্তবঙ্গের বিজেপি নেতাদের তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ তিনি বলেন, ‘‘পাঁচ বছর আগে ভোট নিয়ে গিয়ে আপনাদের সঙ্গে প্রতারণা করেছিল। ধারাবাহিক ভাবে প্রতারণা করেছিল। আমি অপেক্ষা করছিলাম মোদী বা স্বরাষ্ট্র মন্ত্রী বা সর্বভারতীয় সভাপতি বিজেপির কবে আসবে। এল না তারা। জন বার্লা ছিল আগের প্রোডাক্ট। এখনকার প্রোডাক্ট হল মনোজ টিগ্গা (Manoj Tigga)।’

কোচবিহারের (Cooch Behar) ছাগলবেড়ের জনসভায় অভিষেক বলেন, ‘আগামী ১৯ এপ্রিল ১৯-এর বদলা নিন।’ ৩১ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা প্রাপকরা পেয়ে যাবেন বলেও এদিন জানিয়েছেন অভিষেক। পাশাপাশি এদিন নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) আক্রমণ করে অভিষেক বলেন, ‘পাঁচ বছরে যাঁকে দেখেননি, তিনি অমিত শা’র ডেপুটি হয়ে বসে আছেন। নিশীথ প্রামাণিক জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। বন্ধ হবে মাছ খাওয়াও, দাবি অভিষেকের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘বলছে মাছ খেলে সে দেশদ্রোহী। এই শুনে আগে এক বার মাছ খেতাম। এখন দু’বার খাই।’ তৃণমূল নেতার বক্তব্য, ‘বিজেপি আপনাদের পাঁচ বছর ঠকিয়েছে। আপনারা তার বদলা নিন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Amit shah, #bjp, #alipurduar, #abhishek banerjee, #tmc, #Nisith Pramanik, #Loksabha Election 2024, #Modi

আরো দেখুন