রাজ্য বিভাগে ফিরে যান

ঘরোয়া বৈঠকে কিস্তিমাতের আশা! রাজু বিস্তার ভোটব্যঙ্কে বিষ্ণুপ্রসাদের থাবা বসবে?

April 16, 2024 | < 1 min read

রাজু বিস্তার ভোটব্যঙ্কে বিষ্ণুপ্রসাদের থাবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দার্জিলিঙে ভোটের খেলা জমিয়ে দিয়েছেন বিদ্রোহী বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। মিছিল বা গাড়ির বাড়বাড়ন্ত নয়, একেবারে ঘরোয়া বৈঠকে প্রচার চালাচ্ছেন বিষ্ণুপ্রসাদ। সেফ্টিপিন প্রতীকে দাঁড়ানো বিষ্ণুপ্রসাদের টার্গেট ভূমিপুত্র প্রার্থী ইস্যুতে বিজেপি প্রার্থী রাজু বিস্তার (Raju Bista) ভোটব্যঙ্কে থাবা বসানো।

বিষ্ণুপ্রসাদের সাফ কথা, বহিরাগত বিজেপি (BJP) প্রার্থীকে হারানোই তাঁর টার্গেট। বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnuprasad Sharma) বলেন, ১৫ বছর হয়ে গেল মিথ্যার একটা সীমা থাকে। বিজেপি তা পার করে ফেলেছে। এবার সময় এসেছে বিজেপিকে বিদায় দেওয়ার। ২০০৯ সালে পাহাড়ের মানুষকে স্বপ্ন দেখিয়ে বিজেপির উত্থান, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। পাহাড়ের মানুষ বিজেপিকে বিদায় জানাতে পণ করেছেন এবার।

মনোনয়ন জমা দেওয়ার পরই বিষ্ণুপ্রসাদ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। নিয়মিত পাহাড়ের ১১টি জনগোষ্ঠীর সঙ্গে ঘরোয়া বৈঠক করছেন। খাস, মগর, ভুজেল, রাই, নেওয়ার জনগোষ্ঠীর প্রধানদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তিনি। বিষ্ণু প্রচারে এসব জনগোষ্ঠীর প্রধানদের পাশে পাচ্ছেন। দার্জিলিংয়ের (Darjeeling) পাশাপাশি বিষ্ণুপ্রসাদ কালিম্পং জেলাতেও প্রচার শুরু করেছেন। তিনি বলছেন, বিজেপির নির্বাচনী ইস্তাহার পাহাড়ের জন্যে কার্যত শূন্য।বিজেপির বিরুদ্ধে আরও সুর চড়িয়েছেন কার্শিয়াংয়ের বিধায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling, #bjp, #Raju Bista, #loksabha elections 2024, #Bishnuprasad Sharma

আরো দেখুন