রাজ্য বিভাগে ফিরে যান

ফৌজদারি মামলায় অভিযোগে শীর্ষে BJP-র রাজ্য সভাপতি! কী বলছে বঙ্গের দ্বিতীয় দফার প্রার্থীদের হলফনামা?

April 17, 2024 | < 1 min read

কী বলছে বঙ্গের দ্বিতীয় দফার প্রার্থীদের হলফনামা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তাতে বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং; তিন লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম রাজ্যের দ্বিতীয় দফার মোট ৪৭ জন প্রার্থীর হলফনামা পর্যালোচনা করে, রিপোর্ট প্রকাশ করেছে মঙ্গলবার। তাতে দেখা যাচ্ছে, বাংলায় দ্বিতীয় দফার তিনটি আসনের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ফৌজদারি মামলা রয়েছে বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। তাঁর দেওয়া হলফনামা অনুযায়ী, মোট মামলার সংখ্যা ১৬। ভারতীয় দণ্ডবিধির মোট ৮৪টি ধারায় মামলাগুলি চলছে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে। এর মধ্যে ২৫টি অভিযোগ গুরুতর।

মোট ১১ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ১০ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগের ফৌজদারি মামলা। দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে দুটি, রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজের বিরুদ্ধে দুটি এবং দার্জিলিংয়ের নির্দল প্রার্থী তথা কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে চারটি মামলা চলছে।

প্রার্থীদের মধ্যে সবচেয়ে বিত্তবান হলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তাঁর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৪৭ কোটি ৫৩ লক্ষ টাকা। গত লোকসভা ভোটের সময় তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৫ কোটি টাকার। বাৎসরিক পারিবারিক আয়ের নিরিখে প্রথম স্থানে আছেন রাজু বিস্তা। দ্বিতীয় দফার প্রার্থীদের মধ্যে ১২ জন কোটিপতি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং ওই আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল। রাজ্য বিজেপির সভাপতি সুকান্তবাবুর সম্পদ ৫৮ লক্ষ থেকে বেড়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা হয়েছে এবার।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Raju Bista, #Sukanta Majumdar, #bishnu prasad sharma, #loksabha elections 2024, #Ali imran Ramz Victor, #Nominations

আরো দেখুন