খেলা বিভাগে ফিরে যান

IPL2024: লো স্কোরিং ম্যাচে ৬ উইকেটে গুজরাত বধ দিল্লির

April 17, 2024 | < 1 min read

সহজেই জয় ছিনিয়ে নিল ঋষভ পন্থের দিল্লি।    

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে লজ্জাজনকভাবে হেরে গেল গুজরাত। মাত্র ১৭.৩ ওভারে ৮৯ রান করে অলআউট হয়ে যায় শুভমান গিলের দল। অপরদিকে ৬৭ বল বাকি থাকতে গুজরাতকে উড়িয়ে ৬ উইকেটে সহজেই জয় ছিনিয়ে নিল ঋষভ পন্থের দিল্লি।    

আজ বুধবার নরেন্দ্র মোদী স্টেডিয়াম স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৯০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছিল দিল্লি বিগ্রেড। পৃথ্বীশ, জেক ফ্রেজার ম্যাকগার্ক, অভিষেক পোড়েল ও শাই হোপের উইকেট দ্রুত পড়লেও অধিনায়ক ঋষভ পন্থ (১৬) ও সুমিত কুমার (৫) ঠান্ডা মাথায় দিল্লিকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। গুজরাতের হয়ে সন্দীপ ওয়ারিয়র ২টি উইকেট নেন। জনশন ও রশিদ ১টি করে উইকেট নেন।

অন্যদিকে রশিদ খানের ৩১ ছাড়া গুজরাতের কোনও ব্যাটার এদিন জ্বলে উঠতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সাই সুদর্শন (১২)।  অধিনায়ক শুভমান গিল ৮ রান করেন। ২ রান করে আউট হন ঋদ্ধিমান সাহাও। দিল্লির হয়ে ৩ উইকেট নেন মুকেশ কুমার। ২টি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও ট্রিস্টান স্টাবস। ১টি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ ও অক্ষর প্যাটেল। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Delhi Capitals, #Gujarat Titans, #Ipl 2024, #GT v DC

আরো দেখুন