অসমের গিয়ে বিভাজন অস্ত্রে বিজেপিকে বিঁধলেন মমতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার অসমে ভোটপ্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সিএএ, এনআরসি-সহ একাধিক ইস্যুতে বেজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেসই, অসমে ভোটপ্রচারে গিয়ে জোর গলায় বলে এলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রকৃতপক্ষে বিজেপির বিরুদ্ধে লড়ছে তৃণমূলই।
এই প্রচার আসলে ট্রায়াল। ফাইনাল খেলা এখনও বাকি আছে। শিলচরের জনসভা থেকে মমতা বলেন, ‘‘তৃণমূল এ বার অসমে চারটি আসনে লড়ছে। এটা তো সবে ট্রায়াল দেখছেন। ট্রায়াল দিতে এসেছি। ফাইনাল খেলা এখনও বাকি। আমি আবার আসব।’’
অসমে (Assam) আগামী বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। শিলচর কেন্দ্রে তৃণমূলের টিকিটে এ বার ভোটে দাঁড়িয়েছেন রাধেশ্যাম বিশ্বাস। তাঁর সমর্থনে ভোট চেয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘আপনারা আমাকে জেতান। আমার প্রার্থী রাধেশ্যাম এবং অন্যদের জেতান। আমি কথা দিচ্ছি, বিধানসভায় সব আসনে তৃণমূল প্রার্থী দেবে।’’
অসমে গিয়ে সিএএ এবং এনআরসি প্রসঙ্গে মমতা (Mamata Banerjee) বলেন, ‘‘এনআরসিতে এখানে যখন লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছিল, আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোজ মিছিল করতাম। বিজেপির অত্যাচারের কাহিনি আমি জানি। দেশ জুড়ে অনেক আগুন ওরা জ্বালিয়েছে, তাণ্ডব চালিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা জিতলে এনআরসি হবে না, সিএএ (CAA) হবে না, অভিন্ন দেওয়ানি বিধি হবে না। আমরা সে সব তুলে দেব। অসমে যাঁদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হয়ে আছে, আমি তাঁদের ভবিষ্যৎ গড়ে দেব।’’
অসমের চার আসনে লড়ছেন তৃণমূল (TMC) প্রার্থীরা। মূলত বাঙালি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে লড়ছে এরাজ্যের শাসকদল। বুধবার অসমের শিলচরে প্রথম সভা করতে গিয়ে বিভাজন অস্ত্রে বিজেপিকে বিঁধলেন তিনি।