রাজ্য বিভাগে ফিরে যান

চড়ছে পারদ, হাঁটছেন প্রতিমা, নিবিড় জনসংযোগে জোর তৃণমূল প্রার্থীর

April 17, 2024 | < 1 min read

তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেড়েই চলেছে পারদ, দাবদাহের মধ্যে চলছে প্রচার। জয়নগরে পায়ে হেঁটে গ্রাম গ্রামে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল। প্রার্থীকে দেখে বাড়ি থেকে বেরিয়ে আসছেন গ্রামবাসীরা। কেউ বরণ করছেন তাঁকে, কেউ আবার মালাও পরালেন।

মঙ্গলবার জয়নগর ২ নম্বর ব্লকের শাহজাদাপুর পঞ্চায়েতের কমলপুর এলাকা থেকে প্রচার শুরু করেন তৃণমূল (TMC) প্রার্থী প্রতিমা মন্ডল (Pratima Mondal)। বিধায়ক বিশ্বনাথ দাস, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হককে সঙ্গে নিয়েই প্রচার সারলেন তিনি। প্রখর রোদের মধ্যে হেঁটে প্রচার করলেন তিনি। অটো, টোটোয় থাকা যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। চণ্ডীপুর বাজার মোড়ে ক্রাচে ভর করে এসে তাঁকে মালা পরান বিশেষভাবে সক্ষম এক যুবক। পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে প্রচার শেষ হয় পঞ্চাননতলায়।

অন্যদিকে, জয়নগরের (Jaynagar) আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল বাম কর্মীদের নিয়ে ছোট মোল্লাখালি, সাতজেলিয়া এলাকার বিভিন্ন হাটে প্রচার করেন। কুলতলিতে আইএসএফ প্রার্থী মেঘনাদ হালদারের সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখেন নওশাদ সিদ্দিকী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #West Bengal, #tmc, #pratima Mondal, #Jaynagar

আরো দেখুন