রাজ্য বিভাগে ফিরে যান

প্রকাশিত হল তৃণমূলের নির্বাচনী ইস্তেহার

April 17, 2024 | 2 min read

তৃণমূলের নির্বাচনী ইস্তেহার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার দুপুরে প্রকাশিত হল তৃণমূলের নির্বাচনী ইস্তাহার। সাংবাদিক হাজির ছিলেন রাজ্যের আর্থিক উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইস্তাহারে ১০ শপথকে দেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে।

দশ শপথ হল:

বর্ধিত আয় শ্রমিকের সহায়

সমস্ত জবকার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজের গ্যারেন্টি ও ৪০০ টাকা দৈনিক মজুরির ব্যবস্থা। ইতিমধ্যেই বাংলায় চালু হয়েছে কর্মশ্রী।

দেশজুড়ে বাড়ি হবে সবারই

প্রত্যেক ভারতীয় মাথার ছাদ নিশ্চিত করা হবে। পাকা বাড়ি দেওয়া হবে প্রত্যেককে।

জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে

প্রতিটি বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে ১০টি সিলিন্ডার দেওয়া হবে। পরিবেশ বান্ধব উপায়ে রান্নার অভ্যাসে জোর দেওয়া হবে।

অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন

প্রতি মাসে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে ৫ কেজি রেশন প্রদান করা হবে। মানুষের দরজায় দরজায় রেশন পৌঁছে দেওয়া হবে।

আমাদের অঙ্গিকার, নিরাপত্তা বাড়বে সবার

প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির লক্ষ্যে ও অন্যান্য অনগ্রসর শ্রেণী, তপশীলী জাতি ও উপজাতিদের উচ্চশিক্ষার বৃত্তি বাড়ানো হবে। ৬০ বছরের বেশি বয়স্ক প্রত্যেক ভারতীয়র জন্য বার্ধক্য ভাতা বৃদ্ধি করে মাসিক হাজার টাকা করে।

বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্নদাতার

স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে দেশের সকল কৃষকদের নূন্যতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারেন্টি দেওয়া হবে।

স্বল্পমূল্যে পেট্রপণ্য ভারতবর্ষে সকলে ধন্য

পেট্রল-ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে প্রদান করা হবে। প্রাইজ স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করে জ্বালানীর মূল্য নিয়ন্ত্রণ করা হবে।

নিশ্চিন্ত ভবিষ্যত অর্জন, যুবশক্তির গর্জন

২৫ বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোর্ল্ডারদের এক বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষানবিশদের মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষায় ১০ লক্ষের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে পড়ুয়াদের।

স্বচ্ছ আইন, স্বাধীন ভারত

সিএএ বিলুপ্ত করা হবে। এনআরসি বন্ধ করা হবে। ইউসিসি ভারতজুড়ে প্রয়োগ করা হবে না।

এগিয়ে বাংলা, এগোবে ভারত

বাংলার কন্যাশ্রী প্রকল্পের মতো এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে সমস্ত মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বদলে একটি উন্নততর স্বাস্থ্যসাথী বিমা প্রদান করা হবে। যা ১০ লক্ষের স্বাস্থ্যবিমা দেবে।

বাংলা, হিন্দি, ইংরিজি, উর্দু, নেপালি, অলচিকি; ছ’টি ভাষায় তৃণমূলের ইস্তাহার প্রকাশিত হল। উল্লেখ্য, এই প্রথম তৃণমূলের ইস্তেহার ছ’টি ভাষায় প্রকাশিত হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #Trinamool Congress, #TMC manifesto, #manifesto, #Loksabha Election 2024

আরো দেখুন