রাজ্য বিভাগে ফিরে যান

আগামী ২০ দিনে শিয়ালদহ ডিভিশনে বাতিল ২৩ লোকাল, জানেন কোন ট্রেনগুলো?

April 18, 2024 | < 1 min read

আগামী ২০ দিনে শিয়ালদহ ডিভিশনে বাতিল ২৩ লোকাল, জানেন কোন ট্রেনগুলো?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফের শিয়ালদহ শাখায় দুর্ভোগের কবলে যাত্রীরা! আজ, বৃহস্পতিবার থেকে টানা ২০ দিন শিয়ালদহ ডিভিশনে ২৩টি লোকাল ট্রেন বাতিল থাকবে। দমদম জংশন স্টেশনে রেল ট্র্যাকের মেরামতি কাজের জন্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে। ফলে শিয়ালদহ মেইন, সাউথ ও বনগাঁ শাখার একাধিক ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। দমদম স্টেশন থেকে একাধিক শাখার ট্রেন চলাচল করে। দমদমের ৫ নম্বর প্ল্যাটফর্মের রেল ট্র্যাকের আধুনিকীকরণের কাজ হবে। এই কাজে ওই লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এই কাজ চলবে।

শিয়ালদহ অন্যতম ব্যস্ত ডিভিশন, প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী শিয়ালদহ দিয়ে আসা যাওয়া করেন। দিন দিন যাত্রী সংখ্যা বাড়ছে। ফলে পরিষেবা দিতে, শিয়ালদহ ডিভিশন একাধিক পরিকাঠামোগত উন্নয়নের কাজ আরম্ভ হয়েছে। শিয়ালদহ মেইন ও বনগাঁ শাখায় সব ১২ কোচের ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ চলছে। বাড়তি যাত্রীদের চাপ সামলাতে নতুন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিআরএম বিল্ডিং ভেঙে, রেল ট্র্যাক পেতে নয়া প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক নজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা:

মাঝেরহাট–বারাসত(৩০৩৫১, ৩০৩১৩)
বারাসত-হাসনাবাদ (৩৩৩১১)
হাসনাবাদ-বিবাদী বাগ (৩০৩২২)
বিবাদী বাগ-কৃষ্ণনগর (৩০১৪৫)
মাঝেরহাট-মধ্যমগ্রাম (৩০৩৫৭)
মধ্যমগ্রাম-মাঝেরহাট (৩০৩৫৮)
মাঝেরহাট-হাসনাবাদ (৩০৩৬১)
হাসনাবাদ-দমদম (৩৩২৮২)
দমদম-বারাকপুর (৩৩২৩১)
বারাকপুর-দমদম (৩৩২৩২)
দমদম-গোবরডাঙা (৩৩২৭১)
গোবরডাঙা-শিয়ালদহ (৩৩৬৮৬)
মাঝেরহাট-হাবড়া (৩০৩৩৩)
হাবড়া-মাঝেরহাট (৩০৩৩২)
মাঝেরহাট-দত্তপুকুর (৩০৩৫৩)
দত্তপুকুর-মাঝেরহাট (৩০৩১৪)
শিয়ালদহ-বারাসত (৩৩৪৩৫)
শিয়ালদহ-বারাকপুর (৩১২২৩)
বারাকপুর-বিবাদী বাগ (৩০১১৬)
বিবাদী বাগ-বারাকপুর (৩০১১৩)
বারাকপুর-শিয়ালদহ (৩১২৪২)
বারাসত-মাঝেরহাট (৩০৩১২)

TwitterFacebookWhatsAppEmailShare

#Passengers, #sealdah, #local trains, #trains

আরো দেখুন