১৪৪ কোটি ভারতীয় ২৪ শতাংশেরই বয়স ১৪ বছরের মধ্যে?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জনসংখ্যায় চীনকে টপকে প্রথম স্থান দখল করেছে ভারত। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের সাম্প্রতিক রিপোর্টে সে’তথ্যই উঠে এসেছে। এখন ভারতের আনুমানিক জনসংখ্যা ১৪৪ কোটি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। সে’দেশের জনসংখ্যা ১৪২ কোটি।
‘ইন্টারওভেন লাইভস, থ্রেডস অব হোপ: এনডিং ইনইকুয়ালিটিস ইন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেল্থ অ্যান্ড রাইটস’ শীর্ষক একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বিগত ৭৭ বছরে ভারতের জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ভারতের ১৪৪ কোটি জনসংখ্যার ২৪ শতাংশেরই বয়স ১৪ বছরের মধ্যে। ১৭ শতাংশ দেশবাসীর বয়স ১০ থেকে ১৯ বছরের মধ্যে। মাত্র ৭ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। পুরুষ ও মহিলাদের গড় আয়ু যথাক্রমে ৭১ ও ৭৪ বছর। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড এক উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে। তারা জানিয়েছে, ২০০৬ থেকে ২০২৩-এর মধ্যে ভারতে বাল্যবিবাহের হার ছিল ২৩ শতাংশ। দেশে প্রসূতি মৃত্যুহার কমেছে।