দেশ বিভাগে ফিরে যান

বিজেপি’র ইস্তাহারে ভরসা নেই কৃষকদর, জানালেন রাকেশ টিকাইত

April 18, 2024 | < 1 min read

রাকেশ টিকাইত, ছবি সৌজন্যে_ PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রে বিজেপি সরকার পুঁজিবাদীদের হয়ে কাজ করছে বলে মনে করেন কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait)। ভারতীয় কিষান ইউনিয়ন (BKU)-এর এই নেতা জানান, কর্পোরেট সংস্থাগুলি ভারতকে সস্তায় শ্রমিক সরবরাহের দেশ হিসেবে দেখে এসেছে আর সরকারের উপর এই সংস্থাগুলির প্রভাব ক্রমশ বাড়ছে। পুঁজিবাদীদের দল বিজেপিকে কব্জা করে ফেলেছে বলেও অভিযোগ টিকাইতের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি (BJP) যেভাবে ভোটের প্রচার করছে, তাকেও কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘এটা বিজেপির সরকার নয়। তাই ওরা এটাকে একজন ব্যক্তির সরকার বলছে।’ বিজেপির নির্বাচনী ইস্তাহার (BJP manifesto 2024) প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘২০১৪ সালেও বিজেপি তাদের ইস্তাহারে জানিয়েছিল স্বামীনাথন কমিটির প্রস্তাব বাস্তবায়িত করবে। কিন্তু সেই প্রস্তাব বাস্তবায়িত করা হয়নি।’ লোকসভা নির্বাচনের জন্য বিজেপি যে ইস্তাহার প্রকাশ করেছে, তা কৃষকরা বিশ্বাস করছেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Farmers Protest, #Rakesh Tikait, #Loksabha Election 2024, #BJP manifesto 2024, #bjp

আরো দেখুন