নির্বাচনী বিধিভঙ্গের চেষ্টা? রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
April 18, 2024 | < 1min read
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তাই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের।
প্রথম দফা ভোটের দিন আলিপুরদুয়ারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল। প্রথম দফা ভোটের আগের দিন বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল।
প্রসঙ্গত, এর আগেই উত্তরবঙ্গে নির্বাচন চলাকালীন রাজ্যপালকে সেখানে না-যাওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে উপস্থিত থাকেন, তবে তা ভোটের আদর্শ আচরণ বিধির পরিপন্থী।