রাজ্য বিভাগে ফিরে যান

খাতা-কলমে তাপমাত্রা আর ‘ফিল লাইক’-র ফারাক নিয়ে চর্চায় বঙ্গসন্তানরা

April 18, 2024 | < 1 min read

খাতা-কলমে তাপমাত্রা আর ‘ফিল লাইক’-র ফারাক নিয়ে চর্চায় বঙ্গসন্তানরা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আবহাওয়া দপ্তরের দলিল বলছে কলকাতার তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আরও বলা হচ্ছে, ‘ইটস ফিল লাইক ৪৬। বাস্তবের তাপমাত্রার তুলনায় গরমের অনুভূতি প্রায় সাড়ে ছ’ডিগ্রি বেশি। যার জেরে ঘেমে-নেয়ে কাহিল মানুষ। একটাই আলোচনা, ‘ফিল লাইক’ এত বেশি কেন? কেউ কেউ গ্লোবাল ওয়ার্মিংয়ের থিয়োরি দিচ্ছেন। কেউ বলছেন, গাছ কাটার জন্য। আবার একদল এসিকে দুষছেন।

ফোন বের করে বারবার অ্যাপ খুলে তাপমাত্রা দেখছেন আর ফিল লাইক নিয়ে আলোচনা করছেন আম জনতা। অফিস-কাছারি, ট্রেন-বাস, পার্ক-ফুটপাত, সর্বত্র দাবদাহে নাজেহাল মানুষের একটাই প্রশ্ন, ‘ফিল লাইক’ এত বেশি কেন? আলোচনা, বিচার, বিশ্লেষণ চলছে।

গত সপ্তাহে মৃদুমন্দ আবহাওয়া ছিল। ক’দিনের মধ্যে ভোল পাল্টে গেল! তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়ছে। চলছে তাপপ্রবাহ। কার্যত লুয়ের পরিস্থিতি। আপাতত কালবৈশাখীর পূর্বাভাস নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ররিবার এই পরিস্থিতি পর্যন্ত চলবে। তারপরও রেশ থাকতে পারে। শুষ্ক হাওয়া নাকি মাটি থেকে জলীয় বাষ্প টেনে টেনে বের করছে। মাটির উপরিতলের আর্দ্রতা অসহনীয় হয়ে ঘর্মাক্ত করছে গোটা শহরকে। তার উপর সূর্যদেব! যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে বলছেন চিকিৎসকরা। ছাতা, রোদ চশমা ব্যবহার করতে বলছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#heat waves, #feel like, #Summer, #Weather forecast, #Temperature, #hot weather

আরো দেখুন