বিজেপি সবচেয়ে বড় চোর তাই চোর চোর করে চিৎকার করে বেড়াচ্ছে, মুর্শিদাবাদে বললেন মমতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ও জঙ্গিপুরে দুটি জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট তৈরি হয়েছে সর্বভারতীয় স্তরে। বাংলায় তা হয়নি। বরং কংগ্রেসের সঙ্গে বাংলায় জোট করেছে সিপিএম। তাতে আখেরে সুবিধা করতে চাইছে বিজেপির। এই কথাই সুর সপ্তমে তুলে বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা (Mamata Banerjee) বলেন, ‘দেশে ২০০টি আসনও পাবে না বিজেপি। সব সমীক্ষা ভুয়ো। লক্ষ লক্ষ টাকা ঢেলে সমীক্ষা করিয়েছে। ওতে কান দেবেন না। মানুষের চোখ বলছে, বিজেপি জিতবে না। কেউ কেউ বলছে, আমরা ‘ইন্ডিয়া’, আমাদের ভোট দিন। ‘ইন্ডিয়া’ এখানে নেই। ওটা দিল্লির। আমিই তৈরি করেছি। কংগ্রেস, সিপিএম এখানে ‘ইন্ডিয়া’ নয়। ওরা বিজেপি করে।’
তৃণমূল নেত্রীর কথায়, “মানুষের চোখ বলছে এবারে আর বিজেপি ক্ষমতায় আসবে না। সরকার গড়বে ইন্ডিয়া জোট।” বিভিন্ন সমীক্ষায় অবশ্যই এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। ওই প্রসঙ্গে মমতা বলেন, “ওগুলো সব কাগুজে সমীক্ষা। লক্ষ লক্ষ টাকা ঢেলে বিজেপি এই সমীক্ষা করিয়েছে।”
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কংগ্রেস এবং সিপিএমকে তুলে ধরা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “রাতের অন্ধকারে ওদের মধ্যে বোঝাপড়া আছে। বাংলায় বিজেপি সিপিএম কংগ্রেস সব একই। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া।’’
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জনসভার পর জঙ্গিপুরের ছাবঘাটি কে ডি বিশ্ববিদ্যালয়ের ময়দানে জনসভা করেন মমতার। সেখানে তিনি বলে, ওরা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আমি কর্মশ্রী করেছি। ৫০ দিন কাজ করলেই টাকা পাবেন। দশ বছর হয়ে গেল আবাসের টাকা দেওয়ার সময় পাওনি। আর এখন ভোটের সময় আবাসের আবেদনপত্র চাইতে এসেছে বিজেপি। কলসেন্টার থেকে ফোন করে বলছে, আবাসের টাকা চাই তা হলে অ্যাপ্লাই করুন। আসলে এ সব ভোট নেওয়ার জন্য। লজ্জা লজ্জা, বিজেপির লজ্জা হওয়া উচিত।
মমতা বললেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালবাসি। আমি ওদের বিরুদ্ধে নয়। কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে। আমি একটা কথা ইংরেজিতে বলব। যাতে কথাটা নির্বাচন কমিশনের কানে পৌঁছয়। আমার প্রশ্ন, উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন? কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। তা হলে কী করে আমরা পক্ষপাতহীন ভোট হচ্ছে বলে বিশ্বাস করব।’’
জনসভায়, বিজেপি চোর হ্যায়! স্লোগান দিতে দিতেই হঠাৎ থেমে গিয়ে মমতা বললেন, ‘‘পকেটমারদের দেখেছেন? যাঁরা পকেটমারী করে তাঁরাই প্রথমে পকেটমার পকেটমার বলে চিৎকার করে যাতে নিজেরা পালিয়ে যেতে পারে। বিজেপিও তাই করে। ওরা সবচেয়ে বড় চোর তাই চোর চোর করে চিৎকার করে বেড়াচ্ছে। আর সব চোরেরা বিজেপিতে গিয়ে ভাল হয়ে যাচ্ছে। ওয়াশিং মেশিন ভাজপা।’’