রাজ্য বিভাগে ফিরে যান

বিকেল ৫টা অবধি বাংলার তিন লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৭.৫৭%

April 19, 2024 | 7 min read

প্রথম দফায় বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। দেশের ১০২ কেন্দ্র-সহ বাংলার তিন কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। তিনটি আসনে বিভিন্ন দলের মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৫০ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে, কোচবিহারের জন্য সর্বাধিক ১১২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। শুধু কোচবিহারেই প্রায় ৯ হাজার জন কেন্দ্রীয় বাহিনীর সেনা মোতায়েন থাকবে। পাশাপাশি জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি এবং আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে।

মোট ৫ হাজার ৮১৪ বুথে ভোটগ্রহণ চলছে, মোট স্পর্শকাতর বুথ ৭৪৬। কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট বুথ ২০৪৩, তারমধ্যে স্পর্শকাতর বুথ ১৯৬। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৮৬৭, স্পর্শকাতর বুথ সংখ্যা ১৫৯। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৯০৪, তারমধ্যে স্পর্শকাতর বুথ ৩৯১।

কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। তারমধ্যে মহিলা ভোটার ৯ লক্ষ ৫১ হাজার ৯৯৬ জন। পুরুষ ভোটার ১০ লক্ষ ১৪ হাজার ৮৬৪ জন। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪ জন প্রার্থী। ৪,০০০ রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটার ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৫০ জন৷ যাদের মধ্যে মহিলা ভোটার ৯ লক্ষ ২৭ হাজার ৩৩৯ জন, পুরুষ ভোটার ৯ লক্ষ ৫৮ হাজার ৬১১ জন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট ১১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন মোট ১৭ লক্ষ ৭২ হাজার ৮৭৭ জন ভোটার। ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকছে ২৫০০ জন রাজ্য পুলিশ।

LIVE UPDATE:

১৮.০০: সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে ভোটদানের হারে প্রথম বাংলা

১৭.৫৩: মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃত ব্যক্তির নাম সুশীল বর্মণ। বয়স ৭০ বছর। ঘটনাটি ঘটেছে জানা যাচ্ছে ৫/২৬ বুথে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ভোটগ্রহণ কেন্দ্র থেকে কিছুটা দূরে তৃণমূলের দলীয় শিবিরে বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হল বলে জানা যাচ্ছে।

১৭.০০: বিকেল ৫টা অবধি দেশে ভোটদানের হারে প্রথম বাংলা

১৭.০০: বিকেল ৫টা অবধি বাংলার তিন লোকসভা কেন্দ্র ভোট পড়ল ৭৭.৫৭%

১৫.১৫: এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের দফতরে মোট জমা পড়েছে ৪৬৮টি অভিযোগ। এরমধ্যে ২৮৮টি অভিযোগের সমাধানও করেছে কমিশন।

১৫.১০: ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে পুলিশের বাধা ঘিরে তুলকালাম। জানা যাচ্ছে, শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে বুথের ৩৩ মিটারের মধ্যে এসেছিলেন বিজেপি বিধায়ক, তাই পুলিশের বাধা।

১৫.১৫: বেলা ৩টা অবধি বাংলার তিন লোকসভা কেন্দ্র ভোট পড়ল ৬৬.৩৪%

১৫.০০: দুপুর ৩টে পর্যন্ত দেশে ভোটদানের হারে দ্বিতীয় বাংলা

১৪:০০: বিধানসভাওয়াড়ি হিসেবে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়ল মেখলিগঞ্জে। দুপুর ১টা পর্যন্ত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মেখলিগঞ্জে ভোটদানের হার সব ৪২.৭ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়ল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়িতে। সেখানে ভোটদানের হারে ৫৪.৬৮ শতাংশ।

১৩. ২৬: বেলা ১টা অবধি বাংলার তিন লোকসভা কেন্দ্র ভোট পড়ল ৫০.৯৬%

১৩:২৫: বেলা ১টা পর্যন্ত কোচবিহারে প্রথম দফায় ভোট দিয়েছেন ৫০.৬৯ শতাংশ, আলিপুরদুয়ারে ভোট দিয়েছেন ৫১.৫৮ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট দিয়েছেন ৫০.৬৫ শতাংশ ভোট। তিন কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫০.৯৬ শতাংশ।

১৩:২০: এখনও পর্যন্ত কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে ৩৮৩ টি। তারমধ্যে ১৯৫ টি অভিযোগের নিস্পত্তি করা হয়েছে বলে কমিশনের দাবি। এই ৩৮৩ টি অভিযোগের মধ্যে National grievance redressal system-এ মোট ২৭৪ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহারে, প্রায় ১৩২ টি। আলিপুরদুয়ারে ৮৩ টি ও জলপাইগুড়িতে ৫৯ টি।‌ এছাড়া কমিশনের সি-ভিজিল অ্যাপের মধ্যমে আলিপুরদুয়ারে ৫০ টি, কোচবিহার ও জলপাইগুড়িতে যথাক্রমে ১৫ ও ১৬ টি করে অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি সিএম‌এস (CMS) পোর্টালে আলিপুরদুয়ারে ২ টি, কোচবিহারে ২৫ টি ও জলপাইগুড়িতে ১ টি অভিযোগ জমা পড়েছে বলে জানালো নির্বাচন কমিশন।

১৩:১৫: আলিপুরদুয়ারে ২০০-র উপর বুথে ইভিএম খারাপ বলে অভিযোগ। ইভিএমে কারচুপির আশঙ্কাপ্রকাশ করে জেলার তৃণমূল কংগ্রেস নেতা সৌরভ চক্রবর্তী জানিয়েছেন ভোট শুরু হতে দেরি হয়েছে, অনেকে বাড়ি চলে গিয়েছেন।

১৩:১০: জলপাইগুড়িতে ধূপগুড়ি ব্লকের ১৫/১২৪ নম্বর বুথের বাইরে CPIM-এর অস্থায়ী ক্যাম্পে দলীয় কর্মী প্রদীপ দাস আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাঁকে চিকিৎসকরা প্রয়াত বলে ঘোষণা করেন।

১৩:০০: কোচবিহারের সিতাইয়ে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়াকে ১৮৮ নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

১২:৫০: বেলা ১১টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৩৩.৫৬ শতাংশ। দ্বিতীয় স্থানে ত্রিপুরা (৩৩.২৮ শতাংশ)।

১২:৪৭: কোচবিহারের মাথাভাঙা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৫/৫৩ নং গেন্দুগুড়ি বুথে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাম্প অফিস খোলা নিয়ে ঝামেলা। তৃনমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। চার জন তৃনমূল কর্মী আহত হয়েছেন বলে খবর।

১২:৪৫: তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারকোদালি ২ গ্রাম পঞ্চায়েতের ৯/২২৬, ৯/২২৭ নম্বর বুথে তৃণমূলের বুথ এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকির দেওয়ার অভিযোগের আঙুল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকেও প্রাণে মেরে ফেলার হুমকি বলে অভিযোগ।

১২:৪২: কোচবিহার লোকসভা কেন্দ্রের অধীন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৮/২৬৯ নং বুথ ) ভোটার কার্ড সঙ্গে নিয়ে এসেও ৩০ জন ভোটার ভোট দিতে পারলেন না কারণ ভোটার তালিকায় তাদের নামের পাশে ডিলিট অপসন জাতীয় কিছু লেখা রয়েছে।

১২:৩৩: মাথাভাঙায় শিকারপুর বিডিও অফিসে ভোট করাতে আসা ভোটকর্মীদের আটকে রাখার অভিযোগ উঠেছে। বিডিও অফিসের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ। যাঁরা আটকেছে, তাঁরাও সরকারি কর্মী, এরকমই জানা যাচ্ছে।

১২:৩১: ২১ রাজ্যের ১০২টি আসনে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রথম দফার ভোট গ্রহণে ১১টা পর্যন্ত কোথায়, কত ভোট পড়েছে দেখুন-
১. পশ্চিমবঙ্গ- ৩৩.৫৬%
২. মধ্যপ্রদেশ- ৩০.৪৬%
৩. ত্রিপুরা- ২৩.২৮%
৪. মেঘালয়- ১২.৯৬%
৫. উত্তরপ্রদেশ-২৫.২০%
৬.ছত্তিশগড়- ২৮.১২%
৭. অসম- ২৭.২২%
৮. রাজস্থান- ২২.৫১%
৯. জম্মু ও কাশ্মীর- ২২.৬৯%
১০. উত্তরাখণ্ড- ২৪.৮৩%
১১. মিজোরাম- ২৫.৯৪%
১২. বিহার- ২০.৪২%
১৩. আন্দামান- ৮.৬৪%
১৪. তামিলনাড়ু- ২৩.৭২%
১৬. নাগাল্যান্ড- ২২.৫০%
১৬. মণিপুর- ২৭.৭৪%
১৭. পুদুচেরি- ২৭.৬৩%
১৮. মহারাষ্ট্র- ১৯.১৭%
১৯. সিকিম- ২১.২০%
২০. লক্ষদ্বীপ- ১৬.৩৩%
২১. অরুণাচল প্রদেশ- ১৮.৩%

১২:৩০: জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ীতে বিজেপির বিরুদ্ধে ডাবগ্রাম ২-এর ৭৩-৭৬ বুথ দখলের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস

১২:২৮: ডাবগ্রাম-ফুলবাড়ীতে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির বিরুদ্ধে দলীয় সর্মথকদের নিয়ে ফুলবাড়ী ২-এর ১৯/৩০০ বুথে ঢুকে অশান্তি এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস

বেলা ১১টা পর্যন্ত কোচবিহারে প্রথম দফায় ভোট দিয়েছেন ৩৩.৬৩ শতাংশ, আলিপুরদুয়ারে ভোট দিয়েছেন ৩৫.২০ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট দিয়েছেন ৩১.৯৪ শতাংশ ভোট। তিন কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩৩.৫৬ শতাংশ।

১১:৩৫: কোচবিহার লোকসভা কেন্দ্রের শীতলকুচির ছোটশালবাড়িতে ২৮৬ নম্বর বুথে তৃণমূলের দলীয় কর্মীদের মারধর করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ উঠছে ভোটারদের হুমকিও দেওয়া হচ্ছে বলে । নির্বাচন কমিশন এই ঘটনায় রিপোর্ট তলব করেছে বলে জানা যাচ্ছে।

১১:৩৩: কোচবিহারের রুইয়াকুঠিতে বুথ থেকে পাঁচশো মিটার দূরে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অ্যাডিশন্যাল এসপিকে ফোন করে গোটা বিষয়টি জানানোর পর মিলেছে পুলিশ আশ্বস্ত করেছে বলে জানা গেছে।

১১:৩০: মাথাভাঙা নয়ারহাটের ১ নম্বর ব্লকে তৃণমূলের পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ

১১:২০: কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, এমনটাই জানাল নির্বাচন কমিশন। জানা গেছে, সকাল ১০ টা পর্যন্ত সব রাজনৈতিক দলের পক্ষ থেকে ১৫১ টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে অধিকাংশই কোচবিহার থেকে।

১০:২৭: জলপাইগুড়িতে সৌজন্যের রাজনীতি। ধূপগুড়িতে বিজেপির বুথ অফিসে গেলেন ধূপগুড়ির বিধায়ক এবং তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তাঁকে বুথ অফিসে স্বাগত জানান বিজেপি কর্মীরা।

১০:২৩: কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ওপর আক্রমণ নিয়ে তাঁর দলের পক্ষ থেকে কী বললেন ডঃ শান্তনু সেন? দেখুন

১০:২০: সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ১৫.০৯ শতাংশ। এখনও পর্যন্ত যা দেশের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপিশাসিত মধ্যপ্রদেশ (১৪.১২ শতাংশ)।

১০:০০: কোচবিহারে সিতাই ব্লকের রাজাখোড়া প্রাথমিক বিদ্যালয় বুথ সংলগ্ন ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে যান তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।

সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে গড়ে ১৫.০৯ শতাংশ ভোট পড়ল। এই সময়ের মধ্যে কোচবিহারে ভোট পড়েছে ১৫.২৬ শতাংশ, আলিপুরদুয়ারে ভোট পড়েছে ১৫.৯১ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে ১৪.১৩ শতাংশ।

৯:৪৯: শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মারধর বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।

৯:৩৪: জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার- এই তিন লোকসভা আসন মিলিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে মোট ৩৭টি অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস

৯:৩০: ঝড় বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই সাত সকালে ভোট দিলেন জলপাইগুড়ির ঝড় বিধ্বস্তরা। দেরি না করে তাড়াতাড়ি ভোটগ্রহণ কেন্দ্রে হাজির ঝড় বিধ্বস্ত দক্ষিণ সুকান্ত নগর এলাকার বাসিন্দারা।

৯:২৪: নজিরবিহীন ঘটনা মাথাভাঙা ২ নম্বর ব্লকের পাটাকামারি জুনিয়র বেসিক স্কুলে। ভোট চলছে, অথচ বুথের বাইরে বসে রয়েছেন সব দলের পোলিং এজেন্টরা, এমনি অভিযোগ। বুথের প্রিসাইডিং অফিসারকে ধমক দেওয়ার অভিযোগও উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

৯:২০: ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপি কার্যালয়ে আগুন। অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

৯:১৯: দিনহাটার বাসন্তীর হাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ে ভোট কাস্টিংয়ের জায়গায় আলোর অভাবে টর্চের আলোয় ভোট দিতে শুরু করেন ভোটাররা। ক্ষুব্ধ ভোটাররা।

৯:১৭: জলপাইগুড়ি লোকসভার কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন ভোট দিলেন জলপাইগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সুরেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে।

৮:৪৫: কোচবিহার লোকসভা কেন্দ্রের কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের ৪/০০৮ নম্বর বুথে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর।

৮:৪০: দিনহাটায় ভেটাগুড়ি -১ -এর বুথগুলিতে তৃণমূল বুথ এজেন্টদের ওপর হামলা ও বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

৮.৩০: ভেটাগুড়িতে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপথি অনন্ত বর্মণ। হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মীকে দেখতে যাচ্ছেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ।

৮.২০:সিতাই বিধানসভা কেন্দ্রে নিজের বুথে ভোট দিলেন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

৮:১৫: সকাল সকাল সস্ত্রীক নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, প্রফেসর নির্মল চন্দ্র রায়

৮:১০: ধূপগুড়ি জেলা পরিষদ ডাকবাংলোতে থাকা ১৫/ ১৯৯ বুথে ইভিএম বিভ্রাট। যার কারণে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মকপোল করা যায়নি। ধূপগুড়ি হাই স্কুল ১৫/১৭৬ ইভিএম বিভ্রাটের কারণে মকপোলিং স্থগিত করতে হয় । ১৪/২০৩ আংড়াবাসা বংশীবদন হাইস্কুল ইভিএম বিভ্রাট মকপোলিং স্থগিত করতে হয়।

৮.০০: ফালাকাটায় ইভিএম খারাপ বেরোনোর পর মেশিন বদলে শুরু হয়েছে ভোটগ্রহণ।

৭.৫০: সকাল সাতটার মধ্যে কমিশনে ৯টি অভিযোগ দায়ের তৃণমূলের, যার মধ্যে চারটি অভিযোগই তুফানগঞ্জ নিয়ে।

৭:৪০: কোচবিহারের মাথাভাঙা হাই স্কুলে মডেল বুথেই বিপত্তি! সময়মতো ভোট শুরু হয়নি বলে অভিযোগ।

৭.৩০: কোচবিহারে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বরকোদালি গ্রামে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

৭: ২০: ভোটের ডিউটিতে অস্বাভাবিক মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম মিলেস কুমার নীলু (৪২)

৭:১৫: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জ বিধানসভার বড় কোদালি ২ বুথ নং ৯/২২৭ এ তৃণমূল পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।

৭:১০: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জ বিধানসভার বড় কোদালি ২ বুথ নং ৯/২২৭ এ তৃণমূল পোলিং এজেন্ট কে মেরেছে বিজেপি সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#jalpaiguri, #alipurduar, #cooch behar, #Lok Sabha Election 2024, #West Bengal

আরো দেখুন