এত ফোর্স থাকতেও কেন বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে! রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার গোটা দেশের সঙ্গে রাজ্যেও প্রথম দফার লোকসভা নির্বাচন হচ্ছে। উত্তরবঙ্গের তিনটি কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ারে (Alipurduar) ভোটগ্রহণ পর্ব চলছে। ভোটের সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্র থেকে একের পর এক বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে।
বেশিরভাগ ঘটনায় কোচবিহারকে (Cooch Behar) কেন্দ্র করে। কোথাও বুথ থেকে এজেন্টকে বের করে দেওয়া, কোথাও বা বুথের সামনেই বিজেপি-তৃণমূলের সংঘর্ষ, আবার কোথাও বুথের অদূরে বোমা উদ্ধার- সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের (Election Commission of India) দিল্লির অফিস থেকে এ ব্যাপারে রাজ্য এবং জেলা নির্বাচনী দপ্তরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। অশান্তি রুখতে তিনটি জেলায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করেছে কমিশন। কমিশন সূত্রের খবর, কোচবিহারে ভোটের জন্য ১১২ কোম্পানি ফোর্স আনা হয়েছে। এর পাশাপাশি ৪৫২০ জন রাজ্য পুলিশও রাখা হয়েছে। এত ফোর্সের পরও কোচবিহারে কীভাবে একের পর এক বিক্ষিপ্ত অশান্তির ঘটনা, তা জানতে চেয়েই রিপোর্ট চাইল কমিশন।