দূরদর্শনের লোগোর গৈরিকীকরণে ক্ষুব্ধ মমতা, নির্বাচন চালাকালীন রঙ বদল নিয়ে প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দূরদর্শনের হিন্দি খবরের চ্যানেলের লোগোর রঙ বদলেছে, মঙ্গলবার সমাজমাধ্যমে তা ঘোষণা করেছিল প্রসার ভারতী। তা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। গৈরিকীকরণের অভিযোগ উঠছে।দূরদর্শনের হিন্দি চ্যানেলের লোগোর রঙ বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলাকালীন কীভাবে সম্প্রচার মন্ত্রক এমনটা করল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কাছে মমতার আবেদন, পুরনো নীল রঙ ফেরানোর পদক্ষেপ করতে হবে।
শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, দেশে লোকসভা ভোট চলছে, এমন সময় দূরদর্শনের লোগোর গৈরিকীকরণে তিনি স্তম্ভিত। এটা একেবারে বেআইনি। তিনি আরও বলছেন, নির্বাচন কমিশন কীভাবে এই গেরুয়াপন্থী কাজে অনুমতি দিল, যখন গোটা দেশের মানুষ ভোটের আবহে রয়েছে? নীল রঙ দূরদর্শনের লোগোয় অবিলম্বে ফিরিয়ে আনতে হবে।