পুলিশ ভ্যানে মহিলা বন্দিকে গণধর্ষণ ডবল ইঞ্জিন হরিয়ানায়, NHRC-কে চিঠি তৃণমূলের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডবল ইঞ্জিন রাজ্যগুলো নারী নির্যাতনে শীর্ষে; উত্তরপ্রদেশের হাথরাস হোক বা মোদীর রাজ্যে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া, ঘটনাগুলো এমনই ইঙ্গিত বহন করে। এবার পাশবিক অত্যাচারের শিকার এক মহিলা বন্দি, পুলিশ ভ্যানেই তাঁকে ধর্ষিতা হতে হল। ঘটনাটি ঘটেছে ডবল ইঞ্জিন হরিয়ানায়, রোহতকে। জানা যাচ্ছে, ওই বন্দিকে পুলিশ ভ্যানেই গণধর্ষণ করেন দুই কয়েদি। ধর্ষণের ঘটনায় জাতীয় মহিলা কমিশন ও মানবধিকার কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় নির্যাতিতাকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ফেরার সময় এমন ঘটনা ঘটে বলে অভিযোগ উঠছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে অবিলম্বে হরিয়ানায় (Haryana) একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর আর্জি জানিয়েছেন চিঠিতে। পাশাপাশি হরিয়ানার বিজেপি সরকারকে নোটিশ পাঠিয়ে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলবের দাবি জানিয়েছেন তিনি।
নির্যাতিতা জানিয়েছেন, পুলিশ কর্মীদের ব্যস্ত থাকার সুযোগ নিয়ে দুই বন্দি সতীশ ও মণীশ তাঁকে পানীয় খাওয়ায়। তারপর তাঁকে ধর্ষণ করে। ঘটনার তারিখ এফআইআরে উল্লেখ করা হয়নি বলে জানা যাচ্ছে।
জাতীয় মহিলা কমিশনে পাঠানো চিঠিতে সাকেত (Saket Gokhale) প্রশ্ন তোলেন, বাংলায় কোনও ঘটনা ঘটলে জাতীয় মানবধিকার কমিশন এবং মহিলা কমিশন অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। কিন্তু বিজেপি শাসিত কোনও রাজ্যে এমন ঘটনা ঘটলে তাদের কোনও সক্রিয়তা দেখা যায় না।” এহেন ঘটনা ফের একবার প্রমাণ করল, বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সুরক্ষিত নন।