রাজ্য বিভাগে ফিরে যান

ফের Go Back স্লোগান! খাসতালুক বহরমপুরে জমি হারাচ্ছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী?

April 21, 2024 | 2 min read

খাসতালুক বহরমপুরে জমি হারাচ্ছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারবার নিজের গড়ে মুখ পুড়ছে বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। ফের একবার গো ব্যাক স্লোগান শুনতে হল তাঁকে, তাও খোদ নিজের খাসতালুকে। তৃণমূলের কটাক্ষ, বিজেপি দালালি করতে গিয়ে পায়ের তলার মাটি সরে গিয়েছে অধীরের। আসন্ন ভোট গোহারা হারবেন তিনি। অনেকেই তাঁকে এখন বিজেপির বি টিম মনে করে, এও শোনা যায়, বাংলায় ইন্ডিয়া জোটের কাঁটা হয়ে জোট ভেস্তে দেন অধীরই। অন্যদিকে, বামেদের সঙ্গে তাঁর সখ্যকে কংগ্রেসের নীচুতলার কর্মীরা মেনে নিতে পারেন না। সম্প্রতি গলায় কাস্তে হাতুড়ি তারা আঁকা উত্তরীয় ঝোলাতেও দেখা গিয়েছে অধীরকে, কংগ্রেসের অন্দরে শোনা যায় জেলার কংগ্রেস কর্মী সমর্থকেরা বেজার ক্ষেপে আছেন তাঁর এহেন আচরণে।

এই আবহে নিজের গড়ে বার বার বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁকে “গো ব্যাক” শুনতে হচ্ছে। কদিন আগে মেজাজ হারিয়ে এক তৃণমূল কর্মীকে ধাক্কাও দিয়েছিলেন অধীর। আজ, শনিবার বহরমপুর (Berhampore) লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভায় প্রচারে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর, সেখানেই ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ‘অধীর চৌধুরী গো ব্যাক’ স্লোগান ওঠে।

এর আগে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল মুর্শিদাবাদের রেজিনগরে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলে, এলাকায় বোমাবাজি ও দোকান ভাঙচুর হয়। কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হলে হাসপাতালে যান অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখে “গো ব্যাক স্লোগান” ওঠে, হাসপাতালেই মেজাজ হারিয়ে ফেলেন অধীর চৌধুরী।

গত শনিবার দুপুরে বহরমপুরের খাগড়ার শান্তি সেবা সংঘ নামে এক মন্দিরের সামনে দিয়ে অধীররঞ্জন চৌধুরীর গাড়ি যাওয়ার সময় গাড়ি থেকে স্থানীয়দের উদ্দেশ্যে কটূক্তি করার অভিযোগ ওঠে। সঙ্গে সঙ্গে অধীরকে উদ্দেশ্য করে “গো ব্যাক স্লোগান” তোলেন স্থানীয় যুবকরা। এরপর গাড়ি থেকে নেমে পড়েন অধীর। স্থানীয় এক যুবককে চড় মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় যুবকরা। লাগাতার বিরোধের মুখে পড়ে কার্যত মেজাজ হারাচ্ছেন কংগ্রেস প্রার্থী, তবে কি মাটি আলাগা হচ্ছে? জয় নিয়ে ঘনাচ্ছে সংশয়ের মেঘ?

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #tmc, #Adhir Ranjan Chowdhury, #Loksabha Election 2024, #Berhampore

আরো দেখুন