রাজ্য বিভাগে ফিরে যান

‘বেআইনি নির্দেশ’ বলে এসএসসি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন মমতা

April 22, 2024 | 2 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এসএসসি মামলা নিয়ে কলকাতা হাই কোর্টের বিরোধিতা করে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন রায়গঞ্জের চাকুলিয়ায় সভা ছিল মমতার। সেই মঞ্চে দাঁড়িয়ে দৃশ্যত ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী বলেন, কী ভেবেছেন আপনারা। “আমি চাকরি দেব, আর আপনারা কলমের খোঁচায় চাকরি কেড়ে নেবেন! এটা বেআইনি নির্দেশ। আমরা সুপ্রিম কোর্টে যাব”।

গত শনিবার বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাতে তৃণমূল শেষ হয়ে যাবে বলেও দাবি করেছিলেন বিরোধী দলনেতা। সে প্রসঙ্গ উল্লেখ করে মমতা সোমবার বলেন, “বোমা ফাটাবেন বোমা। কী বোমা? ২৬ হাজার শিক্ষকের চাকরি বোমা। আমরা লড়ে যাব। লড়াই করব। চিন্তা করবেন না। জীবনের ঝুঁকি নেবেন না। আমরা আপনাদের পাশে আছি। লড়ব। টোটাল রায়কে চ্যালেঞ্জ করছি। ২৬ হাজার ছেলেমেয়ে মানে দেড়-দুলক্ষ পরিবার। বলছে বেতন ফেরত দিতে হবে। ৭-৮ বছর যাঁরা চাকরি করেছেন তাঁদের ৪ সপ্তাহে বেতন ফেরত দিতে বলছে। এটা সম্ভব?”

এদিন মমতা বলেন, ‘‘আমরা ৪২ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে। ১১ লক্ষ লোক ডিসেম্বরে ৬০ হাজার টাকা পাবেন। প্রথম কিস্তির টাকা শেষ হলে দ্বিতীয় কিস্তিতে আবার ৬০ হাজার টাকা পাবেন। আমরা করে দেব আবাস। এদের শুধু বিদায় করুন। কেউ আর উদবাস্তু থাকবেন না। সবাই পাট্টা পেয়ে যাবেন।’’

কংগ্রেসকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘নিজে জিতবে না ভাল করে জানে কংগ্রেস, বলছে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। একটা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। বলছে টাকা নেই। যদিও সমর্থন করি না অ্যাকাউন্ট ফ্রিজ করাকে। তোমাদের টাকার অভাব? তেলঙ্গানায় সোনার খনি। কর্নাটকে তোমরা ক্ষমতায়। হিমাচলে কাদের সরকার? তামিলনাড়ুতে যৌথ ভাবে সরকারে। আমরা একটা রাজ্যে। আমরা করি না বলে আমাদের বদনাম করে।’

মমতা আরও বলেন, ‘১০০ দিনের কাজের টাকা দেয়নি বিজেপি। মা-বোনদের সাম্মানিক দিল না। আজ বলছে, তিন মাস পর লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেব। এত বড় সাহস? আমার ইচ্ছা হলে অন্য ভাষায় আক্রমণ করতাম। তোমাদের মতো নই। তাকালে মনে হয় কেউটে সাপের আগুন বার হচ্ছে। এমন দল তোমরা। সারা দিন গালাগালি দাও।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #supreme court, #tmc, #calcutta high court, #SSC, #Loksabha Election 2024

আরো দেখুন