রাজ্য বিভাগে ফিরে যান

আলিমুদ্দিনে বিমান সাক্ষাতে তাপস – রাম বাম জল্পনা আরও উসকে গেল?

April 23, 2024 | < 1 min read

আলিমুদ্দিনে বিমান সাক্ষাতে তাপস – রাম বাম জল্পনা আরও উসকে গেল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা উত্তর কেন্দ্রে রাম বাম জল্পনা আরও উসকে গেল। প্রশ্ন উঠল, কোনও সমীকরণ কি তাহলে হতে চলেছে? আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের কার্যালয় মুজাফফর আহমেদ ভবনে বিজেপি প্রার্থী তাপস রায় গেলেন, দেখা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Biman Bose) সঙ্গে।

প্রসঙ্গত, দীর্ঘদিনের রাজনৈতিক জীবন তাপস রায়ের। সিপিএম (CPM) নেতা বিমান বসুর রাজনৈতিক জীবন আরও অনেক বেশি সময়ের বিমান বসুকে শ্রদ্ধার চোখে দেখেন ডান – বাম রাজনৈতিক নেতারা। ভোটের আগে বিমান বসুর সঙ্গে দেখা করতে গেলেন তাপস রায়।

লোকসভা নির্বাচন ২০২৪-এ (Lok Sabha Election 2024) উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় ভোটের কিছুদিন আগে তৃণমূল (TMC) ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর লড়াই। ওই কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। ফলে ত্রিমুখী লড়াই কতটা হবে? তাই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

সোমবার কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় (Tapas Roy) আলিমুদ্দিন স্ট্রিটে প্রচারে গিয়েছিলেন। সেখানেই সিপিএমের দলীয় কার্যালয় মুজাফফর আহমেদ ভবনে ঢোকেন তাপস রায়। সিপিএম কার্যালয়ে বিমান বসু উপস্থিত ছিলেন। তাপস রায় ও বিমান বসুর ১০ মিনিট সৌজন্য সাক্ষাৎ, কথাবার্তা হয়। বিমান বসুর আশীর্বাদ নিয়েছেন তাপস রায়। বিমান বসুও তাঁকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কলকাতায় প্রচন্ড গরমে তার মধ্যে শরীর সুস্থ রাখতে হবে, সেই বার্তাও দিয়েছেন এই বাম নেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Left Front, #Cpim, #Biman Bose, #Tapas Roy

আরো দেখুন